লখনউ: ধর্ষণের মামলায় অভিযুক্ত উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী গায়ত্রী প্রজাপতির সঙ্গে জেলে গিয়ে দেখা করলেন সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিংহ যাদব। নিজের ঘনিষ্ঠ নেতা প্রজাপতিকে নির্দোষ বলেও দাবি করেছেন তিনি।
মুলায়ম বলেছেন, প্রজাপতির সঙ্গে এমন আচরণ করা হচ্ছে যেন তিনি একজন সন্ত্রাসবাদী। প্রজাপতির বিরুদ্ধে পুলিশের কাছে কোনও প্রমাণ নেই বলেও দাবি করেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রজাপতির বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন মুলায়ম। প্রয়োজনে রাষ্ট্রপতিকেও বিষয়টি জানাবেন।
তাঁর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বিজেপি সরকার প্রজাপতিকে জেলে রেখেছে।
গতকাল জেলে এসে ইদের ছুটির কারণে প্রজাপতির সঙ্গে দেখা করতে পারেননি মুলায়ম। এদিন ফের জেলে এসে প্রজাপতির সঙ্গে প্রায় ঘন্টাখানেক ছিলেন তিনি।
উল্লেখ্য, ২০১৭-র ফেব্রুয়ারিতে গৌতমপল্লি থানায় প্রজাপতির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
মুলায়ম জেলের কয়েকজন মহিলা বন্দীর কথাও বলেন। ওই মহিলারা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কালো পতাকা দেখিয়েছিলেন। মুলায়ম বলেছেন, গণতন্ত্রে কালো পতাকা দেখানোর অধিকার রয়েছে। ওই মহিলাদেরও সঙ্গেও অন্যায় আচরণ করা হচ্ছে।
প্রজাপতি নির্দোষ, জেলে দেখা করার পর দাবি মুলাময়ের
ABP Ananda, web desk
Updated at:
27 Jun 2017 07:34 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -