লখনউ: উত্তরপ্রদেশে ভোটের আগে রাজ্যের ক্ষমতাসীন সমাজবাদী পার্টি (সপা)-র পারিবারিক কোন্দল আরও ঘোরাল হল। সংঘাতে নতুন মাত্রা যোগ করলেন সপা-র এক বিধান পরিষদ সদস্য উদয়বীর সিংহ। মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদবের এই ঘনিষ্ঠ বিধায়ক এবার সপা প্রধান মুলায়ম সিংহ যাদবের দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন। উদয়বীরের দাবি, অখিলেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁর বিমাতা সাধনা গুপ্তা।
মুলায়মকে লেখা উদয়বীরের চার পাতার চিঠি গৃহযুদ্ধে ব্যতিব্যস্ত সপা শিবিরে আলোড়ন ফেলে দিয়েছে। সাধনা গুপ্তার বিরুদ্ধে সরাসরি তোপ দেগে সপা-র শক্তঘাঁটি ইটা-মৈনপুরী থেকে নির্বাচিত বিধায়ক অভিযোগ করেছেন, মুলায়ম মুখ্যমন্ত্রী হিসেবে অখিলেশের নাম ঘোষণার পরই তাঁকে অসম্মান করার চেষ্টা শুরু হয়েছে।
চিঠিতে উদয়বীর বলেছেন, মুলায়ম মুখ্যমন্ত্রী হিসেবে অখিলেশকে দেখতে চাওয়ার পর থেকেই পরিবারের মধ্যে ষড়যন্ত্র শুরু হয়ে যায়। অখিলেশের সত্ মা নিজে প্রকাশ্যে না এলেও শিবপাল যাদবকে শিখণ্ডি করে ঘুঁটি সাজাতে শুরু করেন। শিবপাল অখিলেশের যাত্রাভঙ্গ করতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেন।
উদয়বীরের আরও অভিযোগ, অখিলেশ-বিরোধী গোষ্ঠীর চাপের মুখে পড়ে মুলায়ম বেশ কয়েকবারই প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছেন।কিন্তু বাবার বাধ্য ছেলে হওয়ায় অখিলেশ কোনওদিনই এর প্রতিবাদ করেননি।


উল্লেখ্য, শিবপাল মুলায়মের ভাই।
চিঠিতে উদয়বীর দলের বরখাস্ত নেতাদের ফেরানো এবং অখিলেশকে দলের সম্পূর্ণ পরিচালনভার তুলে দেওয়ার আর্জি জানিয়েছেন।