নয়াদিল্লি: কংগ্রেস সহ অ-বিজেপি দলগুলির মধ্যে মহাজোটের সম্ভাবনায় জল ঢেলে দিলেন স্বয়ং মুলায়ম সিংহ যাদব। উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর দল সমাজবাদী পার্টি (সপা) একাই লড়বে বলে জানিয়ে দিয়েছেন তিনি। ৩২৫টি আসনে প্রার্থীতালিকাও আজ ঘোষণা করে দিয়েছেন সপা সুপ্রিমো। জানিয়েছেন, ৪০৩ আসনবিশিষ্ট উত্তরপ্রদেশ বিধানসভায় বাকি ৭৮টি আসনে দলের প্রার্থীদের নামের তালিকা কয়েকদিন পরই প্রকাশিত হবে। প্রথম দফার প্রার্থী তালিকায় ১৭৬ জনই বর্তমান বিধায়ক।


পর্যবেক্ষক মহলের বক্তব্য, তালিকায় এমন বেশ কিছু নাম জ্বলজ্বল করছে, যেগুলি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদব। কিন্তু কার্যত  ছেলের আপত্তি অগ্রাহ্য করেছেন বাবা। অখিলেশ সরকারি সফরে যখন বাইরে, তখনই আজ তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডেকে প্রার্থীদের তালিকা দিয়েছেন তিনি, পাশে দলের রাজ্য সভাপতি শিবপাল যাদব। পুরো তালিকায় তাঁর ও শিবপালের সিদ্ধান্তের ছাপ স্পষ্ট। অখিলেশের আপত্তি রয়েছে জেলবন্দি গ্যাংস্টার মুখতার আনসারির ভাই সিবগাতুল্লাহ আনসারি ও খুন, খুনের চেষ্টা সহ প্রায় ৪০টি ফৌজদারি মামলায় অভিযুক্ত আতিক আহমেদকে প্রার্থী করায়। কিন্তু তাঁর আপত্তি শোনাই হয়নি।


শিবপাল যাদব লড়বেন যশবন্ত নগর থেকে, ইউপিএ জমানায় কেন্দ্রের মন্ত্রী বেনী প্রসাদ ভার্মার ছেলে রাকেশ প্রার্থী হচ্ছেন বরাবাঁকিতে। আজমগড়ের সাংসদ মুলায়ম জানিয়ে দেন, আসন্ন ভোটের প্রার্থী তালিকা বাছাই করবেন তিনিই।


ফলে অখিলেশ শিবিরের কেউই এদিনের তালিকায় নেই। রামগোবিন্দ চৌধুরি, পবন পান্ডে, অরবিন্দ সিংহ গোপ প্রমুখ অখিলেশ-অনুগামী মন্ত্রী, বিধায়করা জায়গা পাননি। এমনকী অখিলেশকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে প্রজেক্ট করা হচ্ছে কিনা, প্রশ্ন করা হলেও এড়িয়ে যান মুলায়ম। বলেন, সমাজবাদী পার্টিতে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে ভোটে লড়ার চল নেই। অনেক দলে আছে, পরে তাদের পস্তাতে হয়। আমাদের দলে বিধায়করাই নেতা বাছাই করেন। অখিলেশ যে কেন্দ্র থেকে চাইবেন, প্রার্থী হতে পারেন বলেও জানান মুলায়ম।


ঘটনা হল, বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে আপত্তি ছিল না অখিলেশের। তিনি বলে আসছেন, সপা একাই সংখ্যাগরিষ্ঠতা পাবে, তবে কংগ্রেসের হাত ধরলে আসন সংখ্যা ৩০০ ছাড়াতে পারে। এও শোনা যাচ্ছিল, কংগ্রেসকে জোট হলে ৭৮টি আসন ছাড়তে রাজি সপা। কিন্তু মুলায়ম আজ সপা-কংগ্রেস সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলে দেন, সপা কারও সঙ্গে জোট করছে না।


নোট বাতিল ইস্যুতে এদিন নরেন্দ্র মোদীকে আক্রমণ করে মুলায়ম বলেন, তাঁর দল নয়, ভোটাররাই মুখের মতো জবাবে দেবেন প্রধানমন্ত্রীর দলকে।