মুম্বই: ফের একটি ক্রিকেট-বেটিং চক্র ফাঁস করল পুলিশ। খবরে প্রকাশ, শনিবার রাতে মুম্বই পুলিশের অ্যান্টি নারকোটিক্স সেল হানা দিয়ে ওই বেটিং চক্রের হদিশ পায়। চক্রের সদস্যদের থেকে বাজেয়াপ্ত হওয়া ডায়েরি থেকে পুলিশ জানতে পারে, গত ১১ দিনে চলতি বিশ্বকাপের জন্য প্রায় ১৪ কোটি টাকা বেটিং হয়েছে।
মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গ্র্যান্ট রোডের খেতওয়াড়ি অঞ্চলের হোটেল বলবাসের ১২ তলার একটি ঘরে হানা দেয় পুলিশ। পুলিশ গিয়ে দেখে, ২ জন ব্যক্তি নিজেদের মোবাইল ফোনে ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড ম্যাচের বেট গ্রহণ করছে। সেই সময় ম্যাচ চলছিল। পুলিশ দেখে, এক ব্যক্তি ফোনে ম্যাচের সরাসরি ধারা বিবরণী পাঠ করে চলেছে। তার কথার ওপর ভিত্তি করে বুকিরা বেটিং করছে।
২ জনকেই পুলিশ গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে ৮টি মোবাইল ফোন, একটি এলসিডি স্ক্রিন, এবং প্রায় সাড়ে ৯ হাজার টাকা নগদ বাজেয়াপ্ত করেছে। তবে, ওই চক্রের পান্ডা সেখানে ছিল না। তার খোঁজ করছে পুলিশ।