মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন ‘অবাস্তব’, বললেন শরদ পাওয়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Oct 2017 08:23 PM (IST)
মুম্বই: মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পকেও ‘অবাস্তব’ আখ্যা দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরদ পাওয়ার। নরেন্দ্র মোদী জমানায় দেশে আর্থিক মন্দা ও বেকারি নিয়ে উদ্বেগ এনসিপি প্রধানের। তিনি এই পরিস্থিতির জন্য নোট বাতিলের মতো সিদ্ধান্ত ও উপযুক্ত প্রস্তুতি ছাড়াই জিএসটি চালুকে দায়ী করেছেন।
পাওয়ার বলেছেন, মুম্বই ও দিল্লি বা দিল্লি ও কলকাতা বা মুম্বই ও চেন্নাইয়ের মধ্যে বুলেট ট্রেন প্রয়োজন। মুম্বই ও আহমেদাবাদের মধ্যে বুলেট ট্রেন ‘অবাস্তব’। এই প্রকল্পে মহারাষ্ট্র মাত্র চারটি স্টেশন পাবে। বেশিরভাগ স্টেশনই গুজরাতে। একইসঙ্গে পাওয়ার বলেছেন, প্রকল্পের সুফল গুজরাতের পাওয়ার বিষয়টির বিরোধী তিনি নন। কিন্তু এই প্রকল্পে মহারাষ্ট্রের কোনও লাভ হবে না।
পাওয়ার আরও বলেছেন, দুই রাজ্যই কীভাবে এই প্রকল্পের সুফল পায়, তার জন্য রেলমন্ত্রী পিযুষ গোয়েলের আরও বেশি চিন্তাভাবনা করা উচিত ছিল।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -