খরগোন:  একটি জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ থাকার সন্দেহে মধ্যপ্রদেশের খরগোনে এক তথ্যপ্রযুক্তি ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস)।  আওয়েশ শেখ নামে  ২৬ বছরের ওই সন্দেহভাজনকে তালাই মহল্লা থেকে  গ্রেফতার করা হয়েছে। এম টেক ডিগ্রিধারী আওয়েশের সঙ্গে জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে যোগ রয়েছে বলে অভিযোগ। তাকে মুম্বইতে নিয়ে আসা হয়েছে।
আওয়েশের মোবাইল ও ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত যুবক 'সন্দেহজনক লোকজন'দের সঙ্গে একটি সোশ্যাল মিডিয়া গ্রুপে যুক্ত। গত ডিসেম্বরে নারপড়া থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। এই মামলার তদন্ত করছে এনআইএ। এই তদন্তের সূত্রেই আওয়েশকে গ্রেফতার করা হয়েছে বলে খারগোনের পুলিশ সুপার কল্যাণ চক্রবর্তী জানিয়েছেন।
মধ্যপ্রদেশের শাজাপুরে ট্রেনে বিস্ফোরণের এক সপ্তাহ বাদে ওই গ্রেফতারের ঘটনা ঘটল।