মুম্বই: দক্ষিণ মুম্বইয়ে নাগপড় এলাকার 'মুম্বই বাগ'-এ সিএএ-এনআরসি-র বিরুদ্ধে প্রতিবাদী মহিলাদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ উঠল। প্রতিবাদীদের দাবি, আন্দোলনস্থলে অস্থায়ী তাঁবু তৈরি করেছিলেন তাঁরা। কিন্তু, পুলিশ তাতে আপত্তি জানায়।
গত ২৬ জানুয়ারি থেকে নাগপড়ের মোরল্যান্ড রোডে সিএএ ওএনআরসি-র বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কয়েক’শ মহিলা। প্রতিবাদীদের দাবি, গত শুক্রবার রোদের থেকে বাঁচতে তাঁরা কিছু অস্থায়ী ত্রিপলের ছাউনি তৈরি করেছিলেন।
অভিযোগ, তাঁবু তৈরিতে আপত্তি জানায় ওই এলাকায় কর্তব্যরত পুলিশকর্মীরা। এমনকী, তাঁরা তা সরিয়ে দেওয়ারও চেষ্টা করে বলে অভিযোগ। এতে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে উত্তপ্ত বাক্য-বিনিময় হয়। এরপরই, অভিযোগ পুলিশ আন্দোলনকারীদের মারধর করে।
যদিও, পুলিশ অভিযোগ অস্বীকার করেছে। তাদের পাল্টা দাবি, ভিডিও ফুটেজ তারা পরীক্ষা করে দেখেছে। সেখানে মারধর করার প্রমাণ মেলেনি। কিন্তু, এই ঘটনার পর নাগপড় ও মদনপুরার বাসিন্দারা মুম্বই বাগে জমায়েত করে দোষী পুলিশকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের দাবি তোলেন। এই মর্মে প্রতিবাদীদের প্রতিনিধিদল মুম্বই পুলিশের অতিরিক্ত কমিশনারের সঙ্গেও দেখাও করেন।
মুম্বই বাগে এনআরসি-সিএএ বিরুদ্ধে আন্দোলনরত মহিলাদের 'মারধর' পুলিশের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Mar 2020 04:27 PM (IST)
গত ২৬ জানুয়ারি থেকে নাগপড়ের মোরল্যান্ড রোডে সিএএ ওএনআরসি-র বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কয়েক’শ মহিলা।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -