আগামী ১৩ ডিসেম্বর নিউ প্রভাদেবীতে রাজভাই সালভি গ্রাউন্ডে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে।ক্যাম্পটি করা হয়েছে কেইএম হাসপাতালের সঙ্গে পার্টনারশিপে। শিবসেনার নেতা সাদা সারভানকারের পুত্র সমাধান সারভানকার সমগ্র বিষয়টি তত্ত্বাবধান করছেন।যাঁরা রক্ত দান করতে ইচ্ছুক তাঁদের ১১ ডিসেম্বরের মধ্যে নাম শিবসেনার স্থানীয় শাখা কার্যালয়ে নথিভুক্ত করতে হবে। সকাল ১০টা থেকে বেলা ২টো পর্যন্ত রক্তদান পর্ব চলবে। ইতিমধ্যেই নাম রেজিস্টার করেছেন শ তিনেক মানুষ। হাজার খানেক মানুষ রক্তদান করবেন বলে মনে করা হচ্ছে।
আয়োজকদের তরফে এক কর্মকর্তা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) ওয়েবসাইটে আমরা পড়েছি যে পোলট্রি আর ডেয়ারি প্রোডাক্ট থেকে প্রোটিন আর ভিটামিনের যোগান আসে শরীরে, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়তে সাহায্য করে। আর মহামারীর সময়ে তো ইমিউনিটি বৃদ্ধি করা সকলেরই লক্ষ্য। তাই আমরা ঠিক করি রক্তদাতাদের চিকেন কিংবা পনির দেওয়া যাক।