মুম্বই: মুম্বইয়ে বাড়ির ওপর ভেঙে পড়ল একটি চার্টার্ড বিমান। পাইলট সহ এখনও পর্যন্ত ৫ জনের দেহ উদ্ধার হয়েছে।

ঘাটকোপারে হয়েছে এই দুর্ঘটনা। বেলা দেড়টা নাগাদ বিমানটি প্রথমে স্থানীয় সর্বোদয় হাসপাতালের পাশে জিভাদিয়া লেনে আছড়ে পড়ে, তারপর ধাক্কা দেয় জাগৃতি বিল্ডিং নামে নির্মীয়মাণ একটি বহুতলে। সঙ্গে সঙ্গে বহুতলে আগুন ধরে যায়। বিমানটিতে চারজন পাইলট ও তিনজন টেকনিশিয়ান ছিলেন। তাঁদের মধ্যে ৪ জন প্রাণ হারিয়েছেন, মৃতদের মধ্যে রয়েছেন ১ জন পথচারীও।

[embed]https://twitter.com/ANI/status/1012250925812068352?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fabpnews.abplive.in%2Findia-news%2Fmumbai-charted-plan-crashed-in-ghatkopar-breaking-news-899276[/embed]

[embed]https://twitter.com/ANI/status/1012249356475432960?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fabpnews.abplive.in%2Findia-news%2Fmumbai-charted-plan-crashed-in-ghatkopar-breaking-news-899276[/embed]

ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল এখনও পরিষ্কার নয়। তবে দুর্ঘটনার সময় প্রচণ্ড শব্দ শোনা গিয়েছে। দমকল ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করছে। বহুতলটি নির্মীয়মাণ থাকায় অনেকের প্রাণ বাঁচানো গিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে লোকালয়ের ভেতরে এমন কাণ্ড ঘটায় আরও প্রাণহানির আশঙ্কা এড়ানো যাচ্ছে না।