নয়াদিল্লি: হু হু করে দেশে কোভিড সংক্রমণের হার বাড়ছে তা সত্যি, কিন্তু কিছু কিছু আশার আলোও দেখা দিয়েছে।এশিয়ার বৃহত্তম বস্তি মুম্বইয়ের ধরাভিতে অনেকখানি কমে গিয়েছে সংক্রমণের হার।গত ২৪ ঘণ্টায় এই বস্তিতে মাত্র ১২জন আক্রান্ত হওয়ার খবর মিলেছে। অর্থাৎ এখানকার হট-স্পট পরিস্থিতি যে নিয়ন্ত্রণে তার স্পষ্ট ইঙ্গিত মিলেছে।কেমন করে এই অসম্ভবটা সম্ভব হল? কোভিড টেস্টের সংখ্যা বিপুল বাড়িয়ে দেওয়া এবং বস্তির বস্তির কোন কোন জায়গায় বেশি করে রোগ ছড়াচ্ছে সেসব জায়গাকে চিহ্ণিত করে বিশেষ নজরদারি চালানোর মাধ্যমেই এই সাফল্য এসেছে বলে মনে করা হচ্ছে।


ধরাভি বস্তি থেকে রোগ ছড়ানোকে রোধ করতে ভারতের এই প্রয়াসকে আলাদা করে প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।ব্রেক-দ্য-চেন মিশনে মুম্বই শহরে এই লড়াইকে তারা সাধুবাদ জানিয়েছে।ধরাভিতে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৫৯। তার মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন ১ হাজার ৯৫২ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা মাত্র ১৬৬।

হু-র প্রধান টেডরস আদহানম ঘিব্রেসাস বলেন, ইতালি, স্পেন, দক্ষিণ কোরিয়া এবং ভারতে এশিয়ার বৃহত্তম বস্তি ধরাভির উদাহরণ দিয়ে বলা যায় যে পরিস্থিতি যত ভয়ানকই হোক না কেন আক্রমণাত্মকভাবে তা প্রতিহত করাও সম্ভব।হু-কর্তার প্রশংসায় আপ্লুত শিবসেনা নেতা আদিত্য ঠাকরে। তিনি বলেন, ধরাভি নিয়ন্ত্রণে আনতে আমরা বিরাট এবং একটানা লড়াই চালিয়েছি।হু-র প্রশংসা অবশ্যই বড় প্রাপ্তি।