মুম্বই: ইচ্ছামৃত্যু গ্রহণের অনুমতি চেয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি দিয়েছেন মুম্বইয়ের এক বৃদ্ধ দম্পতি।

বৃদ্ধের নাম নারায়ণ লাভাতে, বয়স ৮৬। ১৯৮৯ সালে মহারাষ্ট্র পরিবহন নিগম থেকে অবসর নেন তিনি। নারায়ণ লিখেছেন, তাঁদের কোনও সন্তান নেই, তিনি ও তাঁর স্ত্রীর বিশেষ কিছু শারীরিক অসুস্থতাও নেই।

তাঁরা সমাজের কোনও কাজে আসছেন না, কোনওভাবে কিছু অবদানও রাখতে পারছেন না। তাই রাষ্ট্রপতিকে চিঠি লিখে তাঁদের অনুরোধ, যদি কোনও চিকিৎসককে দিয়ে তাঁদের বিনা যন্ত্রণায় মৃত্যুর ব্যবস্থা করা যায়।

নারায়ণের স্ত্রীর বয়স ৭৯, তিনি মুম্বইয়ের এক হাই স্কুলের প্রাক্তন অধ্যক্ষা। তিনি জানিয়েছেন, বিয়ের কিছুদিন পরেই তাঁরা সিদ্ধান্ত নেন, তাঁদের কোনও সন্তান হবে না।

কিন্তু জীবনের এই পর্যায়ে এসে তাঁরা বাঁচার আর কোনও উৎসাহ পাচ্ছেন না। জীবনে কোনও সমস্যা নেই শুধু বাঁচার আগ্রহ হারিয়ে গিয়েছে।

রাষ্ট্রপতিকে তাঁদের চিঠি লেখার কারণ, একমাত্র তাঁরই মৃত্যুদণ্ডাজ্ঞা ক্ষমা করার সাংবিধানিক ক্ষমতা আছে, তাই মৃত্যুর অধিকার দেওয়ার ক্ষমতাও তাঁর হাতে থাকা উচিত।