মুম্বই: ভয়াবহ আগুন বান্দ্রার মহানগর টেলিকম নিগম লিমিটেডের বিল্ডিংয়ে। দমকলের চূড়ান্ত তৎপরতায় এখনও পর্যন্ত উদ্ধার করা গিয়েছে ২০ জনকে। আটকে থাকা  আরও ৪০ জনকে উদ্ধারে সর্বতোভাবে চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা।





সোমবার দুপুর তিনটে নাগাদ মু্ম্বইয়ের বান্দ্রায় মহানগর টেলিকম নিগম লিমিটেডের তিন ও চার তলায় আগুন লাগে। জীবন বাঁচাতে সেখান থেকে পালাতে শুরু করেন কর্মীরা। অনেকেই লিফট ও সিঁড়ি বেয়ে নীচে নেমে আসেন। কিন্তু ধোঁয়ায় গোটা  বিল্ডিং ঢেকে যাওয়ায় পরের দিকে আর সিঁড়ির অভিমুখ খুঁজে পাননি অনেকেই। কর্মীদের অনেকে কোনও উপায় না পেয়ে সোজা ছাদে উঠে গিয়েছেন। সেখানেও ধোঁয়া থাকায় দমকল কর্মীদের পক্ষে আরও কঠিন হয়েছে উদ্ধার কাজ।


এক মহিলা জানিয়েছেন, “আমরা পাঁচতলা থেকে লিফটে করে সোজা নেমে আসি। দেখলাম দমকলকর্মীরা একজনকে জ্বলন্ত ফ্লোর থেকে উদ্ধার করছে।” অন্য এক মহিলার বয়ান, “আগুন লাগার কথা জানতে পেরেই আমরা তাড়াতাড়ি সিঁড়ির দিকে এগিয়ে যাই। কিন্তু গোটা ফ্লোর ধোঁয়াময় হয়ে যাওয়ায় আমরা সিঁড়ি খুঁজে পাইনি। এরপর আমরা দরজা, জানালাও বন্ধ করে দিই। তারপর দমকল কর্মীরা এসে আমাদের উদ্ধার করে।” উদ্ধার কাজ চলাকালীন ধোঁয়ায় আটকে পরে অসুস্থ হন দুই দমকল কর্মী। তাঁদের কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


উল্লেখ্য, আগুন নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই এসে পৌঁছছে দমকলের ১৪টি ইঞ্জিন। রয়েছে একটি রোবোট ভ্যান ও একটি অ্যাম্বুলেন্সও।