মুম্বই: মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে এয়ার ইন্ডিয়া ভবনে আগুন। সকাল ৬টা ৪৫ মিনিটে বহুতলের ২২ তলায় আগুন লাগে। ঘটনাস্থল যায় দমকলের ৮টি ইঞ্জিন।
এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। প্রসঙ্গত, মাত্র এক মাস আগেই মুম্বইয়ের ওসিওয়ারার ফার্নিচার বাজারে আগুন লাগে।
নরিম্যান পয়েন্টের এয়ার ইন্ডিয়া ভবন ২৩ তলার কমার্শিয়াল টাওয়ার। ২০১৩ সাল অবধি এটাই ছিল এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিয়ান এয়ারলাইন্সের সদর দফতর। ওই বাড়ির প্রতি তলে প্রায় ১০, ৮০০ স্কোয়্যার ফিট করে জমি রয়েছে। পরে এয়ার ইন্ডিয়া তাদের সদর দফতর দিল্লিতে সরিয়ে নিয়ে যায়। তবে এখনও ওই বিল্ডিংয়ের ২১, ২২ ও ২৩ তলে এয়ার ইন্ডিয়ার অফিস রয়েছে।
মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে এয়ার ইন্ডিয়া ভবনে আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Dec 2016 08:42 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -