আগুন লাগে রাত দেড়টা নাগাদ। জানা গিয়েছে, তা এখন নিয়ন্ত্রণে। আহতদের কুপার ও মুকুন্দ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সময় তিনতলায় কাপাসি পরিবারের ৪ জন ছিলেন, চারতলায় ছিলেন কোঠারি পরিবারের ৭ জন। জানা গিয়েছে, আগুন লাগার পর বাড়িতে আটকে পড়া মানুষ চিৎকার করে সাহায্য চাইছিলেন কিন্তু অত রাতে সেখানে কেউ ছিলেন না। দমকলের ইঞ্জিনও দেরিতে এসে পৌঁছয় বলে অভিযোগ।
দমকলের ৬ টি ইঞ্জিন আধঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। কিন্তু ততক্ষণে তিনতলার ৪ বাসিন্দাই মারা গিয়েছেন, ওপরের তলায় ধোঁয়ায় জ্ঞান হারিয়েছেন ৭ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৯ তারিখ গভীর রাতে মুম্বইয়ের দুটি রেস্তোঁরায় আগুন লেগে ১৪ জনের মৃত্যু হয়।
আরও পড়ুন মুম্বইয়ের কমলা মিলস এলাকায় শঙ্কর মহাদেবনের ছেলের রেস্তোঁরায় ভয়াবহ আগুন, দম আটকে মৃত অন্তত ১৪