মুম্বই: নয় মাসের ব্যবধানে পরপর দুবার গণধর্ষণের শিকার মহারাষ্ট্রের গোরেগাঁও-এর ১৭ বছরের একটি মেয়ে। মানসিক সমস্যার শিকার ওই মেয়েটিকে গত বছরের অক্টোবরে গণধর্ষণ করেছিল পাঁচ দুষ্কৃতী। এবার গত শনিবার তাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করল দুই অটো চালক। পুলিশ সূত্রে এ খবর জানা গেছে।
দিনদোসি একালায় বাসিন্দা ওই নাবালিকা গত শনিবার সন্ধেয় নিখোঁজ হয়ে যায়। অক্টোবরের গণধর্ষণের ঘটনার অভিযুক্তদের শনাক্তকরণ প্রক্রিয়ার ঠিক দুদিন আগে ওই ঘটনা ঘটে। বাবা-মা সহ পরিবারের সদস্যরা চারদিকে খোঁজ শুরু করেন। কিন্তু মেয়েকে খুঁজে না পেয়ে গত রবিবার দিনদোসি থানায় নিঁখোজ ডায়েরি করেন বাবা-মা।
পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধেয় মেয়েটির বাবা-মা বাড়িতে ছিলেন না। সেই সময় বাড়ির বাইরে বেরোয় সে। তখনই তাকে তুলে নিয়ে যায় দুই অটো চালক। তারা মেয়েটিকে বারংবার ধর্ষণ করে।
গত বুধবার বাড়িতে ফিরে আসে মেয়েটি। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এরপর ওই মেয়েটির বয়ান রেকর্ড করা হয় এবং অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের মামলা রুজু করা হয়।
পুলিশ আধিকারিক বিনয় রাঠোর জানিয়েছেন, অপরাধীদের ধরতে পুলিশ বেশ কয়েকটি দল গঠন করে।আশেপাশের সমস্ত থানাকে সতর্ক করা হয়। ২৪ ঘন্টার মধ্যেই কান্ডিভিলি থেকে দুই অটোচালককে গ্রেফতার করা হয়।
গত বছরের অক্টোবরেও গণধর্ষণের শিকার হয়েছিল ওই মেয়েটি। কিন্তু প্রথমে সে বাড়িতে কিছু জানাতে পারেনি। পরে পেটে ব্যথার জন্য জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরিবার জানতে পারে যে, সে অন্তঃসত্ত্বা। মেয়েটির মানসিক অসুস্থতার সুযোগ নিয়ে আশেপাশের এলাকার পাঁচ দুষ্কৃতীকে তাকে রেল লাইনের ধারে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ওই মেয়েটির কথা থেকে পুলিশ জানতে পারে, দুষ্কৃতীরা তাকে একটি অটোয় রেখে প্রায় এক সপ্তাহ ধরে ধর্ষণ করে।
দিনদোসি পুলিশ পাঁচ অভিযুক্তকেই গ্রেফতার করেছে। তারা এখন বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে। গত ১৭ জুলাই আর্থার রোড জেলে অভিযুক্তদের শনাক্তকরণ প্রক্রিয়া হওয়ার কথা ছিল। কিন্তু তার মাত্র দুদিন আগে মেয়েটি নিখোঁজ হয়ে যায়।
পরিবারের লোকজনের সন্দেহ, শনিবারের অপহরণের ঘটনায় ওই পাঁচজনের হাত থাকতে পারে।
দুই অটো চালকের সঙ্গে ওই পাঁচজনের কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
নয় মাসের ব্যবধানে ফের গণধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন নাবালিকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Jul 2017 02:10 PM (IST)
ফাইল ছবি
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -