মুম্বই: বর্তমান যুগে পেশাদার জগতের মানুষরা কাজের জায়গায় স্বচ্ছন্দে পৌঁছতে এবং বাসের ঝামেলা এড়াতে হামেশাই অ্যাপ ক্যাবে শেয়ারে যান। কিন্তু যতদিন যাচ্ছে ততই সেই অ্যাপ ক্যাবগুলি বিপজ্জনক হয়ে উঠছে। অ্যাপ ক্যাবের চালকের হাতে ধর্ষণ, নিগ্রহের শিকার হয়েছেন বহু মহিলা যাত্রী, এমন ঘটনা হামেশাই ঘটে থাকে। এবার এক সহ মহিলা যাত্রীর আক্রোশের মুখে পড়লেন মুম্বইবাসী এক মহিলা সাংবাদিক। ঘটনায় আতঙ্কিত সেই মহিলা সাংবাদিক তাঁর ফেসবুক ও টুইটার পোস্টে একাধিক ছবি শেয়ার করেছেন।

 

সাংবাদিক জানিয়েছেন, প্রতিদিনের মতো সেদিনও শেয়ারের উবেরে করে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন ওই মহিলা। আক্রান্ত মহিলা উষনোতা পাল জানিয়েছেন, তিনি ক্যাবে ওঠার পর থেকেই সমস্যা শুরু করেন ওই মহিলা। মহিলা যাত্রীর অভিযোগ ছিল, তিনি সবচেয়ে বেশি ভাড়া দিলেও, তাঁকে সবশেষে নামানো হচ্ছে। এই বলে ক্রমাগত ক্যাব চালককে আক্রমণ করছিলেন ওই যাত্রী। চালকের সমর্থনে অবশেষে মুখ খোলেন উষনোতা। তারপরই শুরু হয়ে যায় বচসা। কথা কাটাকাটি করতে করতে, সাংবাদিককে বর্ণবিদ্বেষমূলক আক্রমণও করেন ওই মহিলা যাত্রী।

এরপর ওই মহিলার ছবি তুলতে গেলে, তিনি হুমকি দেন, মোবাইল বাইরে ছুঁড়ে ফেলে দেওয়ার। এরপর ক্যাব থেকে নামার আগে মহিলার চুলের মুঠি ধরে টেনে, মুখে একাধিক আঁচড় কেটে নেমে যান ওই মহিলা সহযাত্রী।

এদিকে এই ঘটনায় ওই সাংবাদিক এফআইআর দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। কিন্তু প্রথমে উবেরের তরফে পুলিশের সঙ্গে কোনওরকম সহযোগিতা করা হয়নি তদন্তে। কাস্টমারের কোনওরকম তথ্য দিতেও তাঁরা অস্বীকার করেন। এরপর উবেরের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন ওই সাংবাদিক।

যদিও পরে উবেরের তরফে পরে এক বিবৃতি জারি করে এই ঘটনার জন্যে দুঃখপ্রকাশ করা হয়।

দেখুন ওই সাংবাদিকের একাধিক টুইট ও আক্রমণের ঘটনার কিছু ছবি।