নির্ধারিত সময়ে সমস্ত যাত্রীরাই স্থানীয়ভাবে যাতায়াত করতে পারবেন। মধ্য রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেছেন, আমরা রাজ্য সরকারের চিঠি পেয়েছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমোদনের জন্য তা পাঠানো হয়েছে। .
তবে ট্রেনে যাতায়াতের জন্য সমস্ত যাত্রীদের কোভিড ১৯ সংক্রান্ত সমস্ত নিয়ম ও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর মেনে চলতে হবে।
রেলওয়ে ও বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি)-র আধিকারিকদের সঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের পর্যালোচনা বৈঠকের পর সমস্ত যাত্রীদের জন্য লোকাল ট্রেন পরিষেবা ফের শুরু নিয়ে এই বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অতিমারীর কারণে এতদিন পর্যন্ত অত্যাবশ্যক পরিষেবার সঙ্গে যুক্তদের মতো নির্দিষ্ট কিছু ক্ষেত্রের যাত্রী ও মহিলারাই লোকাল ট্রেনে যাতায়াত করতে পারতেন। গত বছরের অক্টোবরে বড়সড় আনলক-এর উদ্যোগ হিসেবে ১৭ অক্টোবর থেকে নির্দিষ্ট কিছু সময়ে মহিলাদের লোকাল ট্রেনে যাতায়াতের অনুমোদন দেওয়া হয়েছিল।
এরমধ্যে মহারাষ্ট্র সরকার লকডাউনের মেয়াদ আরও একমাস ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে। এ সংক্রান্ত সরকারি নির্দেশে বলা হয়েছে, যে সমস্ত কাজকর্মে ছাড় রয়েছে এবং অনুমোদন দেওয়া হয়েছে, সেগুলি অব্যাহত থাকবে।
গত মার্চে যখন দেশজুড়ে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার সময় মহারাষ্ট্রে এর প্রাদুর্ভাব অন্যান্য রাজ্যের থেকে বেশি ছিল। সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে গত ৪৬ বছরে এই প্রথম মুম্বইয়ের লাইফ লাইন হিসেবে পরিচিত লোকাল ট্রেন সহ রেল পরিষেবা বন্ধ থাকে।