মুম্বই: গায়ে দামি পোশাক ছিল না। এই অপরাধে পেশায় গাড়িচালক এক ভদ্রলোককে খাবার পরিবেশনে অস্বীকার করে পার্ক স্ট্রিটের এক বিখ্যাত রেস্তোঁরা। এবার দেশের বাণিজ্যিক রাজধানীতেও অল্প ক’দিন আগের সেই ঘটনার ছায়া। কুর্লা এলাকার এক শপিং মলে ঢুকতেই দেওয়া হল না এক পরিবারকে। পরিবারের সদস্যদের অপরাধ, তাঁরা অটো রিকশা করে এসেছিলেন।
অভিযোগকারী পরিবারটি মুম্বইয়ের ডম্বিভলি এলাকার বাসিন্দা। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিকাশ তেওয়ারি তাঁর পরিবারকে নিয়ে দীপাবলীর শপিং করতে যান কুর্লার ফিনিক্স মার্কেটসিটি মলে। ভাইয়ের অটোরিকশা করে ওই মলে হাজির হন বিকাশ ও তাঁর পরিবার। কিন্তু সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই নিরাপত্তারক্ষী তাঁদের ওপর চেঁচামেচি শুরু করে বলে অভিযোগ। বলে, অভিজাত ওই মলে অটোরিকশার মত সস্তা গাড়ি রাখার জায়গা নেই।
গোটা ঘটনা ফোনে রেকর্ড করে নেন বিকাশ। তিনি যখন নিরাপত্তারক্ষীর কাছে অটো না রাখার ব্যাপারে নিয়মাবলী দেখতে চান, তখন সে নাকি তাঁকে পার্কিং এরিয়ার সিকিউরিটি কেবিনে নিয়ে যায়। সেখানে হাজির আরও ৪ রক্ষী তাঁকে মোবাইলে শ্যুটিং বন্ধ করতে বলে। অটো না রাখার ব্যাপারে কোনও সন্তোষজনক কারণ না দেখিয়ে তাঁকে অন্য একটি ঘরে নিয়ে যাওয়া হয়, অভিযোগ, সেখানে ৭-৮জন ইউনিফর্ম পরা রক্ষী তাঁকে ঘিরে ধরে হুমকি দেওয়া শুরু করে।
পরে মল ম্যানেজার এসে নাকি বিকাশকে অত্যন্ত রুক্ষভাবে বলেন, তাঁদের নিজস্ব নিয়ম অনুযায়ী কোনও অটোরিকশা মল এরিয়ায় পার্ক করা যাবে না। বিকাশের দিকে একবার নাকি তাকানোর ভদ্রতাটুকুও দেখাননি তিনি। উল্টে সারাক্ষণ খেলা করে যান নিজের ফোন নিয়ে।
তবে পার্ক স্ট্রিটের রেস্তোঁরার মত মুম্বইয়ের শপিং মলের ঘটনাটিও সাধারণ নাগরিকদের নজর কেড়ে নিয়েছে। প্রশ্ন উঠেছে, অটোরিকশায় সফর যদি বেআইনি না হয়, তখন অটোরিকশায় চড়ে শপিং মলে ঢোকা যাবে না কেন। তাহলে আভিজাত্য কি নির্ধারিত হবে শুধু গাড়ির দামেই?
অটোয় করে আসার অপরাধ! মুম্বইয়ে মলে ঢুকতে দেওয়া হল না এক পরিবারকে
ABP Ananda, Web Desk
Updated at:
01 Nov 2016 05:25 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -