জন্মদিনের পার্টিতে নাচতে নারাজ, বন্ধুর মাথায় লাঠির ঘা, মৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Feb 2017 04:02 PM (IST)
মুম্বই: বন্ধুর জন্মদিনের পার্টিতে নাচতে নারাজ, সেই রাগে ২১ বছরের অঙ্কুশ যাদবকে গুলি করে হত্যা করল তারই বন্ধু কেতন শ্রীবাস্তব। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে মুম্বইয়ের আন্ধেরি এলাকায়। অভিযুক্ত কেতন শ্রীবাস্তবকে গ্রেফতার করে আজ আদালতে পেশ করেছে পুলিশ। আন্ধেরি পুলিশ সূত্রে খবর আজ গুন্ডাভালি এলাকার এক লটারির দোকানের বাইরে এই গুলি চালানোর ঘটনাটি ঘটে। আহত অঙ্কুশকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও আজ ভোর ৬টার সময় তাঁর মৃত্যু হয়। অঙ্কুশ ওই দোকানেই কাজ করত, কিন্তু তার বন্ধু বেকার ছিল। তারা গতকাল কয়েকজন বন্ধু মিলে অপর এক বন্ধুর জন্মদিন উপলক্ষে পার্টির আয়োজন করে। পার্টিতে কয়েক বোতল বিয়ার খেয়ে দুজনেই বেসামাল হয়ে যায়। নেশার ঘোরে কেতন অঙ্কুশকে নাচতে বলে। অঙ্কুশ নাচতে অস্বীকার করায় আচমকাই তাকে লাঠির বাড়ি মারে কেতন। আঘাত এতটাই গুরুতর ছিল যে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা সম্ভব হয়নি। অভিযুক্ত কেতনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু করা হয়েছে।