মুম্বই: মুলুন্দ এলাকায় স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার হলেন এক অ্যাকাউন্ট্যান্ট। অভিযোগ, বৃহস্পতিবার ভোরে দুই ছেলেমেয়ের সামনে স্ত্রীর মাথায় এলপিজি সিলিন্ডার দিয়ে আঘাত করে তাঁকে খুন করেছেন তিনি।
অভিযুক্তের নাম সিরালান মুদলিয়র। শোনা যাচ্ছে, তিনি সন্দেহ করতেন, তাঁর স্ত্রী প্রিয়ার চরিত্রদোষ রয়েছে। এই নিয়ে প্রায়ই ঝগড়া হত তাঁদের। এমনকী এক এক দিন সারা রাত ধরে তাঁদের ঝগড়া চলত।
পুলিশ জানিয়েছে, সিরালানের মনে এই সন্দেহ জাঁকিয়ে বসার আগে দুই ছেলেমেয়ে মনীষা ও ঈশ্বরকে নিয়ে সুখে সংসার করতেন তাঁরা। কিন্তু কিছুদিন ধরে সিরালান প্রিয়াকে সন্দেহ করতে শুরু করেন। প্রতিদিন নিয়ম করে স্ত্রীর প্রতি মুহূর্তের কাজকর্ম নিয়ে তাঁকে জেরা করতেন তিনি। এতে রেগে যেতেন প্রিয়াও। দুজনের মধ্যে এ নিয়ে প্রচণ্ড অশান্তি চলত।
বুধবার রাতেও তাঁদের ঝগড়া হয়, তারপর সকলে শুয়ে পড়েন। কিন্তু ভোর চারটে নাগাদ আবার উঠে পড়েন সিরালান। স্ত্রীকে ঘুম থেকে তুলে শুরু করেন ঝগড়া। প্রিয়া তাঁকে শুয়ে পড়তে বললেও তিনি শোনেননি। প্রচণ্ড ঝামেলার পর সিরালান রান্নাঘরে গিয়ে এলপিজি সিলিন্ডার তুলে আনেন। অভিযোগ, ১০ ও ৭ বছরের দুই ভীত, সন্ত্রস্ত ছেলেমেয়ের সামনে বারবার তা দিয়ে আঘাত করতে থাকেন স্ত্রীর মাথায়। রক্ত বার হতে শুরু করলেও তিনি থামেননি। ভোর সাড়ে চারটে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান অভিযুক্ত। তার আগে ছেলেমেয়েকে শাসিয়ে যান, এ নিয়ে যেন তারা কাউকে কিছু না বলে। তারপর নিজেই গিয়ে প্রতিবেশীদের দরজা জানালায় লাথি মারা শুরু করেন। একজন বেরিয়ে এসে কী হয়েছে, জানতে চাইলে তাঁর কানে কামড়ে দেন। পাড়ার লোক চোর এসেছে সন্দেহে খবর দেন মুলুন্দ থানায়।
পুলিশ এসে দেখে, রাস্তায় পাগলের মত ঘুরছেন ওই ব্যক্তি, জামায় রক্ত মাখা। তাঁর বাড়িতে এসে তারা উদ্ধার করে প্রিয়ার রক্তাক্ত মৃতদেহ। সিরালান তাঁর অপরাধের কথা স্বীকার করেছেন পুলিশের কাছে। তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।
চরিত্রে সন্দেহ, মুম্বইয়ে স্ত্রীর মাথায় গ্যাস সিলিন্ডারের আঘাত স্বামীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Feb 2017 01:49 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -