মুম্বই: লকডাউনের মধ্যেই হোয়াটসঅ্যাপে অর্ডার নিয়ে বেআইনিভাবে মদ বিক্রি! মুম্বই থেকে ২ জনকে গ্রেফতার করল পুলিশ। বাজেয়াপ্ত করা হল মোট ১.৩৫ লাখ টাকার মদের বোতল।
কুশল মাসরো ও অক্ষয় পারিহানি নামে ওই দুই ব্যক্তিকে জেরা করে পুলিশ জানতে পারে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্রেতাদের থেকে মদের অর্ডার নিত তারা। ক্রেতাদের পাঠিয়ে দেওয়া হত মদের তালিকা। সেখান থেকেই পছন্দের ব্র্যান্ড বেছে নিতেন তাঁরা। তারপর পছন্দমত মদ পৌঁছে দিত ক্রেতাদের বাড়িতে।
বর্তমানে মুম্বই সহ গোটা মহারাষ্ট্রে বন্ধ মদ বিক্রি। করোনা আবহে রাজ্যে মদ বিক্রি বন্ধ করার এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যসরকারই। এই পরিস্থিতিতে পুলিশের কাছে খবর যায় বেআইনিভাবে মদ বিক্রির। কুশল ও অক্ষয়কে গ্রেফতার করার জন্য ক্রেতাদের পদ্ধতিই অবলম্বন করে পুলিশ। পুলিশের তরফ থেকে মদের অর্ডার দেওয়া হয় তাঁদের নম্বরে। এরপর মদ পৌঁছাতে এলেই কুশলকে গ্রেফতার করে পুলিশ। এরপর কুশলকে জিজ্ঞাসাবাদ করে অক্ষয়কে সান্তাক্রুজ থেকে গ্রেফতার করে পুলিশ।
ওই দুই অভিযুক্ত জানায়, তাদের কাছে বেশ কিছু মদ মজুত ছিল। সেগুলো বিক্রি করলে টাকা আসবে এই কিছু আশাতেই হোয়াটসঅ্যাপে মদ বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল তারা।
লকডাউনেও বাড়ির দরজায় পৌঁছে যাচ্ছে মদ! মুম্বই থেকে আটক ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Apr 2020 11:31 AM (IST)
লকডাউনের মধ্যেই হোয়াটসঅ্যাপে অর্ডার নিয়ে বেআইনিভাবে মদ বিক্রি! মুম্বই থেকে ২ জনকে গ্রেফতার করল পুলিশ। বাজেয়াপ্ত করা হল মোট ১.৩৫ লাখ টাকার মদের বোতল।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -