মুম্বই: মঙ্গলবারের মুম্বই জুড়ে হিংসার পর আজ জুহুর ভিলে পার্লের ভাটিদাস হলে দলিত নেতা জিগনেশ মেভানি ও জেএনইউয়ের ছাত্রনেতা উমর খালিদকে সভা করার অনুমতি দিল না পুলিশ। রাষ্ট্রীয় ছাত্র সম্মেলন নামে অনুষ্ঠানটি এক ছাত্র সংগঠনের বার্ষিক অনুষ্ঠান ছিল।


জিগনেশ, উমর ছাড়াও অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল পুরপ্রতিনিধি কপিল পাটিল, এলাহাবাদের ছাত্র নেত্রী রিচা সিংহ প্রমুখের।

প্রথমে অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় অনুমতি পেয়ে যায় সংগঠনটি। কিন্তু আজ সকালে জুহু পুলিশ ওই অডিটোরিয়াম সিল করে দেয়, ছাত্রছাত্রীদের ভেতরে ঢুকতে দেয়নি তারা। মঙ্গলবারের হিংসার প্রেক্ষিতে এলাকায় ১৪৪ ধারা জারি করেছে পুলিশ। যদিও পড়ুয়াদের দাবি, দরকারে তাঁরা রাস্তার ওপর তাঁদের সভা করবেন।

হলের বাইরে বেশ কয়েকজন পড়ুয়াকে আটক করেছে পুলিশ।

৩১ ডিসেম্বর উসকানিমূলক বক্তৃতা দেওয়ার অভিযোগে পুনেতে দলিত নেতা ও গুজরাতের বিধায়ক কংগ্রেস সহযোগী জিগনেশ মেভানির নামে এফআইআর দায়ের হয়েছে। একইভাবে এফআইআর হয়েছে ছাত্রনেতা উমর খালিদের নামেও।