ক্যান্সার আক্রান্ত এই ছেলেটির নাম অর্পিত মন্ডল। সে মারণরোগের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হওয়ার স্বপ্ন দেখছে। তার সেই স্বপ্নকেই কিছুটা উস্কে দিল ওই স্বেচ্ছাসেবী সংগঠন ও মুম্বই পুলিশ। অর্পিতের ইন্সপেক্টর হওয়ার দিনে মুলুন্দ থানায় হাজির ছিলেন এসিপি অনিল ওয়ালজাদে, সিনিয়র পুলিশ ইন্সপেক্টর শ্রীপদ কালে ও লতা সুতার এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা। ছোট্ট ছেলেটির স্বপ্নপূরণ করার জন্য মুম্বই পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন অর্পিতের পরিবারের লোকজন।