ক্যান্সার আক্রান্ত এই ছেলেটির নাম অর্পিত মন্ডল। সে মারণরোগের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হওয়ার স্বপ্ন দেখছে। তার সেই স্বপ্নকেই কিছুটা উস্কে দিল ওই স্বেচ্ছাসেবী সংগঠন ও মুম্বই পুলিশ। অর্পিতের ইন্সপেক্টর হওয়ার দিনে মুলুন্দ থানায় হাজির ছিলেন এসিপি অনিল ওয়ালজাদে, সিনিয়র পুলিশ ইন্সপেক্টর শ্রীপদ কালে ও লতা সুতার এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা। ছোট্ট ছেলেটির স্বপ্নপূরণ করার জন্য মুম্বই পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন অর্পিতের পরিবারের লোকজন। সাত বছরের ক্যান্সার আক্রান্ত ছেলেকে একদিনের জন্য ইন্সপেক্টর করল মুম্বই পুলিশ
Web Desk, ABP Ananda | 24 Mar 2018 05:07 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
মুম্বই: বয়স মাত্র সাত বছর। ক্যান্সার আক্রান্ত এই ছেলেটির পুলিশ ইন্সপেক্টর হওয়ার ইচ্ছা ছিল। একদিনের জন্য তার সেই ইচ্ছা পূরণ করল মুম্বই পুলিশ। একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় তাকে একদিনের জন্য মুলুন্দ থানার ইন্সপেক্টর করা হল। একদিনের জন্য হলেও, স্বপ্নপূরণ হওয়ায় খুশি ছোট্ট ছেলেটি।