মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের দিদিদের বিরুদ্ধে দায়ের এফআইআর খারিজের আর্জি মামলায় বম্বে হাইকোর্টে হলফনামা পেশ মুম্বই পুলিশের। এদিন বোম্বে হাইকোর্টে দায়ের করা হলফনামায় মুম্বই পুলিশ বলেছে, প্রয়াত অভিনেতার দুই দিদি (প্রিয়ঙ্কা ও মিতু সিংহ)-র বিরুদ্ধে এফআইআর দায়ের তাদের ‘কর্তব্য’ ছিল। পুলিশ বলেছে, রিয়া চক্রবর্তী কর্তৃক প্রিয়ঙ্কা ও মিতুর বিরুদ্ধে দায়ের করা অভিযোগে ‘অপরাধ সংঘটিত’ হওয়ার দাবি করেছিলেন। বান্দ্রা পুলিশের আধিকারিক নিখিল কাপসে হলফনামা দায়ের করে বলেছেন যে, পুলিশ কোনও আবেদনকারী বা মৃতের ভাবমূর্তি ক্ষুন্ন করছে না।

হলফনামায় বিনা পরীক্ষায় ওষুধের প্রেসক্রিপশনের কথাও উল্লেখ করা হয়েছে। হলফনামায় মুম্বই পুলিশ জানিয়েছে, ‘সম্ভবত সুশান্ত সিংহ রাজপুতের মানসিক স্বাস্থ্য তাঁর দিদিদের দেওয়া ওষুধে খারাপ হয়ে থাকতে পারে’।

উল্লেখ্য, তাঁদের বিরুদ্ধে প্রতারণা ও ওষুধের ভুয়ো কাগজপত্র তৈরির অভিযোগে দায়ের এফআইআর খারিজের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুশান্তর দুই দিদি। গত সেপ্টেম্বরে রিয়া চক্রবর্তীর অভিযোগের ভিত্তি বান্দ্রা পুলিশ এফআইআর দায়ের করেছিল মিতু ও প্রিয়ঙ্কার বিরুদ্ধে।

পুলিশের হলফনামায় বলা হয়েছে, অভিযোগকারীর (রিয়া)-র দাবি অনুসারে, আবেদনকারীরা দিল্লির এক চিকিৎসকের ভুয়ো মেডিক্যাল কাগজপত্র পাঠিয়েছিলেন, যাতে সুশান্তর অসুস্থতা সারানোর ওষুধের উল্লেখ করা হয়েছিল।

হলফনামায় আরও বলা হয়েছে, এফআইআর দায়েরের পর শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে এ সংক্রান্ত কাগজপত্র সিবিআইয়ের কাছে পাঠানো হয়।

এ ক্ষেত্রে এফআইআর দায়েরের প্রয়োজন ছিল না বলে সিবিআই এর আগে আদালতে যে বক্তব্য রেখেছে হলফনামায়, তার বিরোধিতা করা হয়েছে। পুলিশের হলফনামায় বলা হয়েছে, সিবিআই বর্তমানে যে মামলার তদন্ত করছে, তা বিহারে মৃতের বাবা দায়ের করেছিলেন।

এই মামলার পরবর্তী শুনানি আগামী বুধবার।