আজকের অবরোধের নেতৃত্ব দিচ্ছিল অল ইন্ডিয়া রেলওয়ে অ্যাক্ট অ্যাপ্রেনটিশিপ স্টুডেন্ট সংগঠনের সদস্যরা। তারা সেন্ট্রাল লাইনের মাতুঙ্গা এবং দাদার স্টেশনের মধ্যে অবরোধ করেছিল। যেহেতু সকাল থেকেই লাইনে বসে অবরোধ দেখানো শুরু হয়, তাই সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের।আজকের অবরোধের জেরে শুধুমাত্র লোকাল ট্রেন নয়, ব্যাহত দূরপাল্লা ট্রেনের পরিষেবাও। অগত্যা নিত্যযাত্রীদের পায়ে হেঁটে নিজেদের কর্মস্থলে পৌঁছতে হচ্ছে।
আজকের এই বিক্ষোভে সামিল হয় গোটা দেশের তরুণ প্রজন্ম। প্রত্যেকেই রেলে চাকরির দাবিতে সরব হয়। তাদের বক্তব্য, রেলমন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে তারা দেখা করলেও, তাদের দাবি মেটানো হয়নি। এতদিন পর্যন্ত এই পরীক্ষা পাস করলে, প্রত্যেকেই গ্রুপ ডি ক্যাটাগরির চাকরি পেত। কিন্তু এখন সেটাই ২০ শতাংশের উর্ধ্বসীমায় বেধে দেওয়া হয়। এরফলে একমাত্র নতুনরাই সুবিধা পাবে। এর আগে দিল্লি ও ভূসাওয়ালেও বিক্ষোভ দেখানো হয়েছে। এবার মুম্বইয়ে।
আজকের বিক্ষোভের জেরে লোকাল ট্রেন কুর্লা পর্যন্ত চলেছে। সেখান থেকে স্পেশাল ট্রেন হিসেবে সেই ট্রেনগুলি ডাউন লাইনে ফিরে আসে। মুম্বই সেন্ট্রাল রেলওয়ে দিয়ে প্রতিদিন প্রায় ৪২ লক্ষ যাত্রী যাতায়ত করে। আজকের অবরোধের জেরে তারা কুর্লায় নেমে হার্বার লাইন ধরছে তাদের গন্তব্যে পৌঁছনোর জন্যে, জানিয়েছে মুম্বই সেন্ট্রাল রেলওয়ের চিফ পিআরও সুনীল উদাসী। এদিকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে বেস্ট বাস পরিষেবা দাদার এবং মাতুঙ্গা স্টেশন থেকে বিশেষ বাস চালানোর কথা ঘোষণা করে।