মুম্বই: ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বই শুধু দেশের সবচেয়ে ধনী শহরই নয়, বিশ্বের সবচেয়ে অর্থবান শহরগুলির মধ্যে দ্বাদশ স্থানে আছে। মুম্বইয়ের মোট সম্পদের পরিমাণ ৯৫০ বিলিয়ন মার্কিন ডলার। মুম্বইয়ের পিছনে আছে টরন্টো (৯৪৪ বিলিয়ন মার্কিন ডলার), ফ্র্যাঙ্কফুর্ট (৯১২ বিলিয়ন মার্কিন ডলার), প্যারিস (৮৬০ বিলিয়ন মার্কিন ডলার)। সবচেয়ে বেশি ধনকুবের বাস করেন, এমন শহরগুলির মধ্যে প্রথম দশে আছে মু্ম্বই। মুম্বইয়ে মোট ২৮ জন ধনকুবের আছেন। তাঁদের প্রত্যেকের সম্পদের পরিমাণ ১০০ কোটিরও বেশি।

নিউ ওয়ার্ল্ড ওয়েলথ সংস্থা সারা বিশ্বের শহরগুলির সম্পদের পরিমাণ সংক্রান্ত এই রিপোর্ট প্রকাশ করেছে। বাড়িঘর, অফিস, অর্থ, ইক্যুইটি, বাণিজ্য সহ সব সম্পদের হিসেব করেই এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এর মধ্যে অবশ্য সরকারি তহবিলের হিসেব নেই। ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার সম্পদ নিয়ে এই তালিকার শীর্ষে আছে নিউ ইয়র্ক।