মুম্বইয়ের আন্ধেরি স্টেশনে রেললাইনের ওপর ওভারব্রিজ ভেঙে দুর্ঘটনা!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Jul 2018 09:26 AM (IST)
মুম্বই: আন্ধেরি স্টেশনে রেললাইনের ওপর ওভারব্রিজের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। এই দুর্ঘটনাটি ঘটেছে ভিলেপার্লের দিকে যে রেললাইনটি গিয়েছে, সেই অংশে। সূত্রের খবর, উদ্ধারকাজ চালানোর জন্যে ঘটনাস্থলে গিয়েছে চারটি অগ্নি নির্বাপন গাড়ি। এছাড়া, ভিরার লোকাল সার্ভিস এবং পশ্চিম লোকাল লাইনের সমস্ত পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সকাল সাড়ে সাতটার সময় দুর্ঘটনাটি ঘটেছে। মুম্বইয়ের দমকল বাহিনী সূত্রে খবর, ওভারব্রিজটি গোখেল সেতুর একাংশ, যে আন্ধেরি পূর্বের সঙ্গে আন্ধেরি পশ্চিমের সংযোগস্থাপন করেছে। আপাতত ওই ধংসস্তূপের নীচে কেউ চাপা পড়েছে কিনা, সেটা খতিয়ে দেখা হচ্ছে। সেতু ভেঙে পড়ায় ওভারহেড তারে আংশিক ক্ষতি হয়েছে। ঘটনায় গুরুতর জখম ৫।