মুম্বই: মুম্বইয়ে নৌ বাহিনীতে নিয়োগের পরীক্ষা দিতে গিয়ে হুড়োহুড়ি। পদপিষ্ট হয়ে গুরুতর জখম বেশ কয়েকজন পরীক্ষার্থী। নৌ বাহিনীতে নিয়োগের পরীক্ষার আয়োজন করা হয় মালাড এলাকায় নৌ বাহিনীর বেস ক্যাম্পে। নৌবাহিনীর এই ওপেন রিক্রুট ড্রাইভে ভালো সাড়া পাওয়া যায়। হাজার চারেক পরীক্ষার্থী আসবেন বলে আশা করেছিল কর্তৃপক্ষ। কিন্তু বাস্তবে পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় ছয় হাজার।
পরীক্ষার্থীদের ভিড় নিয়ন্ত্রণের দায়িত্ব ছিলেন পুলিশ কর্মী ও নৌবাহিনীর আধিকারিকরা। কিন্তু শেষপর্যন্ত অতিরিক্ত ভিড়ের চাপে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।  পরীক্ষা চলাকালীন হুড়োহুড়ি শুরু হয়। পদপিষ্ট হয়ে গুরুতর জখম হন কয়েকজন পরীক্ষার্থী।
নৌবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে,মালাডে নিয়োগ অভিযান চলছিল। অভিযানে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া মেলে। ভিড় সামলাতে গিয়ে কিছুটা সমস্যা তৈরি হয়। সঙ্গে সঙ্গেই অবশ্য পরিস্থিতি সামাল দেওয়া হয়। এরপর নির্বিঘ্নেই নিয়োগ অভিযান চলছে।
ভিড় নিয়ন্ত্রণে আনতে লাঠি চালানো হয়নি বলে পুলিশ জানিয়েছে।