মুম্বই: মহারাষ্ট্রে খরার জেরে জলকষ্টের কথা মাথায় রেখে জলের ব্যবহারে সচেতনতা গড়ে তুলতে প্রচারে নামলেন এক কলেজ পড়ুয়া। রুশভ মামানিয়া নামে ওই ছাত্র ‘চেঞ্জ ডট ওআরজি’ প্ল্যাটফর্মে অনলাইন পিটিশন দিয়ে জলের অপচয় না করার আবেদন জানিয়েছেন। পিটিআইকে তিনি বলেছেন, মহারাষ্ট্রে খরার প্রেক্ষাপটে জল ছাড়া হোলি পালনের ডাক দিয়ে অভূতপূর্ব সাড়া পেয়ে অভিভূত, অনুপ্রাণিত হয়েছি। আইপিএলে জলের অপচয়ের ব্যাপারে অনেকেই অবহিত নন। তাই তাঁদের সচেতন করতেই অনলাইন পিটিশন দিলাম। পিটিশনে এ পর্যন্ত ৬০৪১ জনের সই পড়েছে। এবার সেটি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশের কাছে সেটি পেশ করে তাঁকে আবেদন করা হবে, আইপিএলের ম্যাচগুলি মহারাষ্ট্রের বাইরে সরানো হোক। জলের অপচয় রোধেও তিনি যেন ব্যবস্থা নেন। রুশভের পিটিশনে বলা হয়েছে, আমাদের নিজেদের রাজ্যের চাষিদের লাগাতার ট্র্যাজেডি দেখেও কী করে আমরা চুপ করে থাকব? যে কৃষকরা আমাদের অন্নদাতা, তাঁদের দুর্দশা, যন্ত্রণায় আমরা কী করে উদাসীন থাকতে পারি? রুশভের পিটিশনটি দেওয়া হয়েছে বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহর, মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি শরদ পাওয়ারের উদ্দেশ্যেও। ৯ এপ্রিল শুরু হতে চলেছে এবারের আইপিএল। মহারাষ্ট্রের তিন শহর মুম্বই, পুনে, নাগপুরে মোট ১৯টি ম্যাচ হবে। রুশভ পিটিশনে লিখেছেন, ১৯টি ম্যাচের জন্য ৭০ লাখ লিটারের বেশি জল লাগবে ক্রিকেট মাঠ ঠিক রাখার জন্য। রাজ্যে যখন খরা চলছে, তখন এভাবে ৭০ লাখ লিটার জল নষ্ট করা উচিত হবে কি?