আধার না থাকায় ১৬ বছরের পড়ুয়াকে বেধড়ক মার শিক্ষকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Sep 2017 02:07 PM (IST)
মুম্বই: আধার কার্ড নেই। শুধুমাত্র এই কারণেই ১৬ বছরের এক পড়ুয়াকে বেধড়ক মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। মুম্বইয়ের ঘাটকোপারের অক্সফোর্ড ইংলিশ হাইস্কুলে এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত শিক্ষকের নাম শ্যাম বাহাদুর বিশ্বকর্মা। সুহেল আনসারি নামে ওই ছাত্রর মাথায় ওই শিক্ষক আঘাত করেন বলে অভিযোগ। মাথার ওই জায়গায় আগে থেকেই চোট ছিল ছাত্রটির। ঘটনার পর ছাত্রটিকে নিকটবর্তী সিওন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুহেলের মুখে পুরো ঘটনার কথা জানতে পেরে তার বাবা-মা স্কুলে আসেন। বিশ্বকর্মা অবশ্য মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। যদিও সিসিটিভি ফুটেজে মারধরের ঘটনা ধরা পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বিশ্বকর্মা ওই ছাত্রটিকে লাঠি দিয়ে মারছেন। সুহেলের বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে ঘাটকোপার পুলিশ মামলা রুজু করেছে। ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।