মুম্বই: মঙ্গলবার আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। নির্ধারিত হবে ডোনাল্ড ট্রাম্প এবং হিলারি ক্লিনটনের ভাগ্য। তার আগের দিন ট্রাম্পের মঙ্গলকামনায় পুজো দেওয়া হল ভারতে। যাতে জয়ী হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, সেজন্য আয়োজন ছিল যজ্ঞেরও।


উত্তর মুম্বইয়ের কান্দিভলির বিষ্ণুধাম মন্দিরে কয়েকজন অনাবাসী ভারতীয়র ইচ্ছে অনুসারে আয়োজন করা হয় পুজোর। মন্দিরের ট্রাস্টি রমেশ যোশি জানিয়েছেন, ট্রাম্পের জয়ের জন্য দুটি যজ্ঞ করা হয়েছে। তিনি জানিয়েছেন, আমেরিকায় বসবাসকারী বেশ কয়েকজন ভারতীয় মাঝেমধ্যেই ওই মন্দিরে পুজো দিতে আসেন। তাঁদের অনুরোধেই তিন ঘণ্টা ধরে পুজোর আয়োজন করা হয়। করা হয় ‘বিজয় প্রাপ্তি যজ্ঞ’ ও ‘শাসন প্রাপ্তি যজ্ঞ’। প্রথমটা ট্রাম্পের জয় চেয়ে, দ্বিতীয়টা তিনি যাতে ভালোভাবে শাসনকার্য চালাতে পারেন।

যোশি জানিয়েছেন, অনাবাসী ভারতীয়রা তাঁকে জানিয়েছেন, ট্রাম্প ভারতীয়দের সাহায্যের আশ্বাস দিয়েছেন। এদেশ থেকে সন্ত্রাস দমনে সাহায্য করবেন তিনি।