মুম্বইয়ে মালগাড়ির তিনটি কামরা লাইনচ্যুত, ব্যাহত ট্রেন চলাচল
Web Desk, ABP Ananda | 27 Feb 2017 11:34 AM (IST)
মুম্বই: আজ ভোরবেলা মুম্বইয়ের ওয়াডালা ও জিটিবি নগর স্টেশনের মাঝে লাইনচ্যুত হল একটি পণ্যবাহী ট্রেনের তিনটি কামরা। রেল সূত্রে খবর, মান্ডোলিগামী ট্রেনটি ওয়াডালা স্টেশন পেরনোর পরেই তিনটি কামরা লাইনচ্যুত হয়। ফলে সকাল থেকেই হারবার করিডরে ট্রেন চলাচল ব্যাহত হয়। এর ফলে সপ্তাহের প্রথম কাজের দিনে যাত্রীরা নাকাল হচ্ছেন। মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একে সিংহ বলেছেন, মালগাড়িটি থেকে লাইনচ্যুত হওয়া তিনটি কামরা আলাদা করে বাকি ৩৭টি কামরাকে গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ার ও উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। যুদ্ধকালীন তৎপরতায় ট্রেন চলাচল শুরু করার চেষ্টা চলছে।