আইসিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় সমান নম্বর পেল মুম্বইয়ের এই যমজ
ABP Ananda, Web Desk | 20 May 2018 12:54 PM (IST)
মুম্বই: নাম রোহন আর রাহুল চেম্বাকাস্সেরিল। দুই যমজ ভাই। চেহারাতেই যে শুধু হুবহু এক তাই নয়, এবার দ্বাদশ শ্রেণির আইসিএসই পরীক্ষাতেও তারা এক নম্বর পেয়েছে। দুজনেই পেয়েছে ৯৬.৫ শতাংশ। মুম্বইয়ের খারে জাসুবেন এম এল স্কুলে পড়েছে দুই ভাই। দুজনেই পড়তে চায় বিজ্ঞান নিয়ে। তাদের মা সোনাল জানিয়েছেন, শুধু দেখতেই রাহুল, রোহন এক নয়, তাদের অভ্যেসও পুরোপুরি এক। এক সঙ্গেই অসুখে পড়ে তারা, ক্ষিদেও পায় এক সময়। কিন্তু একই নম্বর পাওয়া তাঁদেরও অবাক করে দিয়েছে। এমনকী এখনও তারা একসঙ্গে বসে টেলিভিশন দেখে।