মুম্বই: মুম্বইয়ের রাজপথ ভরা খানা-খন্দে। সম্প্রতি সেই নিয়েই সেলিব্রিটি রেডিও জকি মালিস্কা একটি প্যারোডি ভিডিও বানান। সেই দেখে ক্ষেপে আগুন বম্বে পুরসভা ও শিবসেনা। কিন্তু তাদের তোপের মাঝেই সেখানে এই খানা-খন্দকে কেন্দ্র করেই ঘটে গেল এক দুর্ভাগ্যজনক ঘটনা। জাগ্রুতি ভিরাজ হোগালে, যিনি ছিলেন মহিলা বাইকার ক্লাবের সদস্য, তিনি সেই খন্দ থেকে বাঁচতে গিয়েই প্রাণ দিলেন ট্রাকের তলায়।

রবিবার সকালে সেই জাগ্রুতি এবং তাঁর বান্ধবী বান্দ্রা থেকে যাচ্ছিলেন জওহারে। আচমকাই একটি খন্দ থেকে বাঁচতে তিনি একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করেন। সেই সময়ই বাইক পিছলে যায়, রাস্তায় পড়ে যান ওই মহিলা। পিছন থেকে ট্রাক এসে পিষে দিয়ে চলে যায় মহিলা বাইকবাজকে।

জানা গিয়েছে, ভারী বৃষ্টির মধ্যে শেষমুহূর্তেও খানা-খন্দ দেখতে পাননি জাগ্রুতি। তার জেরেই ঘটে গেল এই দুঃখজনক ঘটনা। তবে এই ঘটনার পর পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শিবসেনার যুব শাখার নেতা আদিত্য ঠাকরে।