জানা গেছে, গত মঙ্গলবার সন্ধেয় কুরলা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলেন তিনি। সেই সময় সুভাশীষ মালিক (১৯) নামে অভিযুক্ত পিছন থেকে স্বপ্নার গলায় থাকা সোনার চেন ছিনিয়ে নিতে গিয়ে তাঁকে ধাক্কা দেয়। স্বপ্না প্ল্যাটফর্মে পড়ে যান। সেই সময় একটি ট্রেন ঢুকছিল। সেই ট্রেনের চাকায় পিষ্ট হন তিনি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
প্ল্যাটফর্মে থাকা লোকজন ও রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কর্মীরা অভিযুক্তকে ধরে ফেলেন।তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছে। পুরো ঘটনাই সিসিটিভি-তে ধরা পড়েছে।