মুম্বই: টুইটারে ভিডিও পোস্ট করে 'অত্যাচারী' স্বামীর বিরুদ্ধে পুলিশের সাহায্য চাইলেন মুম্বইয়ের এক মহিলা। পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটি দেখছে, তদন্তের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন ছবি নির্মাতা অশোক পণ্ডিত। তাতে দেখা যাচ্ছে, মুম্বইয়ের খার এলাকার বাসিন্দা ওই মহিলা কাঁদতে কাঁদতে সাহায্য ও বিচার প্রার্থনা করছেন। বলছেন, তিনি মানসিক ও শারীরিকভাবে স্বামীর কাছ থেকে নির্যাতিত হচ্ছেন। বহু বছর ধরে স্বামী অত্যাচার করছেন তাঁর ওপর। শুধু সন্তানদের মুখ চেয়েই এই সম্পর্ক ধরে রেখেছেন তিনি। কিন্তু তাঁর স্বামী তাঁর বাঁচার জন্য ন্যূনতম ব্যবস্থাটুকুও নিতে চাইছেন না।
[embed]https://twitter.com/ashokepandit/status/960028253279965184?ref_src=twsrc%5Etfw&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Fmumbai-news%2Fmumbai-woman-seeks-police-help-against-torture-by-husband-on-twitter-1808535[/embed]
মহিলার বক্তব্য, স্বামীর বিরুদ্ধে দুটি এফআইআর করেছেন তিনি। কিন্তু অটোমোবাইল ব্যবসায়ী ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। ভিডিওয় অভিযোগকারিণী বলেছেন, দয়া করে সাহায্য করুন, আমার স্বামী মানসিক নির্যাতন করে মেরে ফেলছে আমাকে। সাহায্য না পেলে কাল আমাকে খারের রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে।
পুলিশ জানিয়েছে, ওই মহিলার সঙ্গে তাঁর স্বামীর সাংসারিক কারণে অশান্তি চলছে। এঁদের ৩টি সন্তান রয়েছে, খারের একটি ডুপ্লে অ্যাপার্টমেন্টে থাকেন এঁরা। স্বামী ২ সন্তানকে নিয়ে বারোতলায় থাকেন, মহিলা মেয়েকে নিয়ে থাকেন তেরোতলায়। পুলিশ তদন্ত করছে, দরকারে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।
অত্যাচার করে স্বামী, টুইটারে ভেঙে পড়লেন মহিলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Feb 2018 09:20 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -