মুম্বই: রাতে বাড়িতে স্বামীর ফেরার অপেক্ষা করছিলেন স্ত্রী। অপেক্ষা করতে করতে আচমকা তাঁর ঘুমে চোখ লেগে যায়। পরিস্থিতির সুযোগ নিয়ে সেই মহিলার ওপর ঝাঁপিয়ে পড়ে তাঁকে গণধর্ষণ করল প্রতিবেশী এক যুবক ও তার দুই বন্ধু। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের রিয়া রোডে গত সপ্তাহে।
পুলিশ সূত্রে খবর, মহিলার স্বামী নাল বাজারে কাজ করেন। ঘটনার দিন নাল বাজারেই আটকে পড়েছিলেন ওই ব্যক্তি। এদিকে স্বামীর জন্যে অপেক্ষা করতে করতে সদর দরজা খোলা রেখেই ঘুমিয়ে পড়েন স্ত্রী। মহিলার অসাবধানতার সুযোগ নিয়ে প্রতিবেশী ও তার দুই বন্ধু ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। তারপর মহিলাকে হেনস্থা করে, তাকে গণধর্ষণ করে তারা।
ঘটনার মূল অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ। অপর দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। মহিলার স্বামী ঘটনার দিন গভীর রাতে বাড়ি ফিরে দেখেন, জামা কাপড় ছেঁড়া অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন স্ত্রী। সঙ্গে সঙ্গে অভিযুক্ত যুবকের বাড়ি গেলে, সেখানে তাকে পায়নি মহিলার স্বামী। পরে থানায় গিয়ে এফআইআর দায়ের করে আক্রান্ত মহিলা ও তাঁর স্বামী।
স্বামীর জন্যে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়া স্ত্রীকে ঘরে ঢুকে গণধর্ষণ প্রতিবেশীদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Aug 2017 04:48 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -