পটনা:বিহারে প্রতিমা বিসর্জন ঘিরে হিংসার ঘটনায় ‘হিন্দুত্বে’র ইস্যুতে এবার বিজেপিকে কোণঠাসা করার চেষ্টায় কংগ্রেস। এনডিএ সরকারকে ব্যাকফুটে রাখতে এই ইস্যুতে লাগাতার সরব কংগ্রেস। শুক্রবার কংগ্রেস নেতা রণদীর সুরজেওয়ালা নীতীশ কুমার সরকারকে বরখাস্তের দাবি তুলে বিহারের রাজ্যপাল ফাগু চৌহানের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দিলেন।


মুঙ্গেরের ঘটনায় ‘হিন্দুত্বে’র ইস্যুতে বিজেপিকে কোণঠাসা করার সুযোগ ছাড়ছে না কংগ্রেস। সুরজেওয়ালার প্রশ্ন, এ ব্যাপারে প্রধানমন্ত্রী কিছু বলছেন না কেন?

কংগ্রেস বলেছে, নির্বাচন কমিশন মুঙ্গেরের ডিএম, এসপিকে সরিয়ে দিয়েছে। এটা স্পষ্টতই প্রশাসনের গাফিলতির ঘটনা।

ঘটনার সময় বিরোধীরা মুঙ্গেরের এসপি-কে দায়ী করেছে। তিনি ঘটনাচক্রে নীতীশের দল জেডিইউ-র এক শীর্ষ নেতার মেয়ে।

কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি বলেছেন, আমি জানতে চাই, প্রয়োজনীয় সুরক্ষাবিধি মেনে এ দেশে দুর্গা পুজো করা কি অপরাধ। আর এক্ষেত্রে যদি কোনও নিয়ম লঙ্ঘন হয়ে থাকে, তাহলেও মানুষের সঙ্গে কুকুর-বেড়ালের মতো আচরণ করা যায়। মানুষের মর্যাদাবোধ সম্পর্কে কি কোনও শ্রদ্ধা নেই এই সরকারের।

মহারাষ্ট্রে কংগ্রেসের জোট শরিক শিবসেনাও বিহার সরকারকে এই ইস্যুতে নিশানা করেছেন। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, বিহারের মুঙ্গের জেলায় হিংসার ঘটনা হিন্দুত্বের ওপর আক্রমণ। এ ব্যাপারে সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।