চেন্নাই: ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও-র চেন্নাই ল্যাব থেকে বার হল দেশের প্রথম চালকবিহীন ট্যাঙ্ক মুন্ত্রা। এই ট্যাঙ্ক রিমোট কন্ট্রোলে পরিচালিত হবে।

মুন্ত্রার তিনটি ভিন্ন প্রজাতি বার করেছে এই ল্যাবরেটরি। একটির কাজ হল নজরদারি, অন্যটির পুঁতে রাখা মাইন অনুসন্ধান ও তৃতীয়টির কাজ শত্রু কবলিত এলাকার কাছাকাছি গিয়ে তাদের শক্তি নির্ণয় করা, বিশেষত যেখানে পরমাণু ও জৈব বিপদের আশঙ্কা রয়েছে।

আধাসামরিক বাহিনী ইতিমধ্যেই জানিয়েছে, নকশাল উপদ্রুত এলাকায় তারা এই ট্যাঙ্ক ব্যবহার করতে চায়।

চেন্নাইয়ের আভাডি এলাকায় প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের সম্মানে ডিআরডিও-র এক প্রদর্শনীতে এই ট্যাঙ্ক সেনাদের জন্য প্রদর্শিত হয়েছে। রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে মরুভূমির মধ্যে ৫২ ডিগ্রি উষ্ণতায় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মুন্ত্রা। এতে আছে সারভেইল্যান্স রাডার, ইনটিগ্রেটেড ক্যামেরা ও লেসার রেঞ্জ ফিল্ডার যা ভূমিতে ১৫ কিলোমিটার দূরে থাকা যে কোনও জিনিসের ওপর নজর রাখতে পারে- তা হতে পারে হামাগুড়ি দিয়ে আসা মানুষ বা ট্যাঙ্কের মত ভারী বাহন।