মুম্বই: রায় ইন্টারন্যাশনাল গ্রুপের ট্রাস্টিদের গ্রেফতারের আগেই জামিনের আবেদনের বিরোধিতা করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন গুরুগ্রামের রায়ান ইন্টারন্যাশনাল স্কুলে খুন হওয়া পড়ুয়া প্রদ্যুম্ন ঠাকুরের বাবা। তিনি আবেদনে বলেছেন, রায়ান ইন্টারন্যাশনাল স্কুলে যে ঘটনা ঘটেছে সেটা বর্বরোচিত, নারকীয়, ঠান্ডা মাথার, নৃশংস, দানবিক, ক্ষমার অযোগ্য, বিনা প্ররোচনার এবং বিরল খুনের ঘটনা। তাই ট্রাস্টিদের জামিনের আবেদন মঞ্জুর করা উচিত নয়।
গত শুক্রবার রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের শৌচাগারে সাত বছরের প্রদ্যুম্নর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। খুনের অভিযোগে বাস কন্ডাক্টর অশোক কুমারকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। রায়ান গ্রুপের সিইও রায়ান পিন্টো, তাঁর বাবা তথা রায়ান গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অগাস্টিন পিন্টো ও মা তথা ম্যানেজিং ডিরেক্টর গ্রেস পিন্টো গ্রেফতার হওয়ার আশঙ্কায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান। এরই বিরোধিতা করেছেন প্রদ্যুম্নর বাবা। তাঁর দাবি, পরিকল্পনা করেই খুন করা হয়েছে। বাস কন্ডাক্টর প্রদ্যুম্নকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। অথচ তাঁকেই সন্দেহ করা হল এবং সঙ্গে সঙ্গে তিনি খুনের কথা স্বীকার করে নিলেন। এই বিষয়টি সন্দেহজনক। স্কুলের পরিচালন সংস্থা এই ঘটনার দায় নিতে নারাজ। কিন্তু তাঁদের ভূমিকা সন্দেহের উর্ধ্বে নয়।
গ্রেফতারের আগেই রায়ান গ্রুপের ট্রাস্টিদের জামিনের বিরোধিতায় প্রদ্যুম্নর বাবা
Web Desk, ABP Ananda
Updated at:
13 Sep 2017 03:21 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -