তিরুঅনন্তপুরম: প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি তথা বিজ্ঞানী এপিজে আবদুল কালামের নামাঙ্কিত একটি সংগ্রহশালার উদ্বোধন হতে চলেছে আগামীকাল। এই সংগ্রহশালায় থাকছে কালামের ব্যবহৃত কিছু জিনিসপত্র, বেশ কয়েকটি বিরল ছবি, রকেট, কৃত্রিম উপগ্রহের ক্ষুদ্র সংস্করণ এবং যুবসমাজকে অনুপ্রাণিত করার জন্য তাঁর বাণী।


ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল সংস্থা এই সংগ্রহশালা গড়ে তুলেছে। উদ্বোধন করবেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার প্রাক্তন ডিরেক্টর ড. কে রাধাকৃষ্ণন। থাকবেন বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ডিরেক্টর কে শিবান ও কেরল বিধানসভার ডেপুটি স্পিকার ভি শশী। কালাম স্মৃতি ইন্টারন্যাশনালের সিইও শাইজু ডেভিড বলেছেন, এই সংগ্রহশালা তাঁরা দেশকে উৎসর্গ করছেন। তাঁদের আশা এর মাধ্যমে যুবসমাজ প্রয়াত রাষ্ট্রপতির মহত্ব অনুসরণ করার বিষয়ে অনুপ্রাণিত হবে।