নয়াদিল্লি: কাশ্মীরে শান্তি বজার রাখার আবেদন জানালেন মুসলিম ধর্মগুরুরা। কাশ্মীরে চলতি প্রতিবাদ-বিক্ষোভ সম্পর্কে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহর সঙ্গে দেখা করে মুসলিম ধর্মহুরুদের একটি প্রতিনিধিদল। এই দলের নেতৃত্বে ছিলেন মৌলানা উমর আহমেদ ইলিয়াসি। তিনি কাশ্মীরের মুসলিম ভাইদের কাছে শান্তি বজায় রেখে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আর্জি জানিয়েছেন। রাজনাথের সঙ্গে বৈঠকের পর ইলিয়াসি বলেছেন, কাশ্মীর বা অরুণাচল, বা ভারতের অন্য কোনও অংশেরই হোক, আমরা মুসলিমরা সর্বপ্রথমে ভারতীয়। কাশ্মীর আমাদের দেশেরই অঙ্গ এবং কাশ্মীরীরা আমাদের ভাই। কোনও সমস্যা হলে আমরা তাঁদের পাশে রয়েছি। আমি তাঁদের কাছে শান্তি বজার রাখার আর্জি জানাচ্ছি। পরিস্থিতির উন্নতি হওয়া প্রয়োজন। কারণ, সারা বিশ্ব কাশ্মীরের দিকে তাকিয়ে রয়েছে।
ইলিয়াসি আরও বলেছেন, আমরা সবসময়ই কাশ্মীরের কথা বলি, কাশ্মীরীদের নয়। তাঁরা আমাদের ভাই, তাঁরা ভারতের অংশ, তাঁরাও আমাদের সঙ্গেই রয়েছেন। তাঁরা কাশ্মীরে শান্তি বজায় রাখুন, এটাই আমরা চাই। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে।
ইলিয়াসি সাফ জানিয়েছেন, আমরা সব ধরনের হিংসা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে। যে কোনও স্থানের যে কোনও ধরনের সন্ত্রাসবাদ ও উত্পীড়নের নিন্দা করি আমরা।
ইলিয়াসি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন এবং উপত্যকার পরিস্থিতি খুব শীঘ্রই স্বাভাবিক হওয়ার আশ্বাস দিয়েছেন।
কাশ্মীরে শান্তির আর্জি মুসলিম ধর্মগুরুদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Jul 2016 10:47 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -