‘লিঙ্গ-বৈষম্য’ অনুচিত, তিন তালাক নিয়ে মুসলিমদের গুরুত্ব সহকারে ভাবতে হবে, বলল আরএসএস
ABP Ananda, web desk | 25 Oct 2016 08:42 PM (IST)
হায়দরাবাদ ও লখনউ: তিন তালাক বিতর্কে এবার মুখ খুলল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস)। বিষয়টি নিয়ে গুরুত্ব সরকারে ভাবনা-চিন্তা করতে মুলসিম সম্প্রদায়কে পরামর্শ দিল গৈরিক সংগঠন। উল্লেখ্য, গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুলসিমদের তিন তালাক প্রথার সমালোচনা করেছিলেন। তিন তালাক প্রথা সংক্রান্ত বিষয় নিয়ে রাজনীতি না করারও আর্জি জানান মোদী। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী বেঙ্কাইয়া নাইডু বলেছেন, কেন্দ্র ও বিজেপি তিন তালাক প্রথার অবসানের পক্ষপাতী। তিনি বলেন, এই প্রথা মুসলিম মহিলাদের প্রতি বৈষম্যমূলক এবং সংবিধানের সমান অধিকারের পরিপন্থী। এবার আরএসএস বলেছে, তিন তালাক নিয়ে মুসলিম সম্প্রদায়কে গুরুত্বসহকারে ভাবনাচিন্তা করতে হবে। এই প্রথার অবসানের আর্জি জানিয়ে যে মুসলিম মহিলারা আদালতের দ্বারস্থ হয়েছেন, তাঁরা ন্যায়বিচার পাবেন বলেও আশা প্রকাশ করেছে আরএসএস। সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভাইয়াজি জোশী বলেছেন, তিন তালাক মুসলিম সম্প্রদায়ের একটা সমস্যা। তাদের বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে ভাবতে হবে। মুসলিম মহিলারা আদালতেরও দ্বারস্থ হয়েছেন। বর্তমানে কোনওরকম লিঙ্গবৈষম্য থাকা উচিত নয়। যে মহিলারা আদালতের দ্বারস্থ হয়েছেন, তারা সুবিচার পাবেন বলেই আশা করছি। ভাইয়াজি বলেছেন, মানবিক দৃষ্টিকোণ থেকে আদালতেরও এ বিষয়ে মতামত জানানো উচিত। এদিকে,গতকাল প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন তার কঠোর সমালোচনা এদিন করেছেন বহুজন সমাজ পার্টি (বিএসপি) নেত্রী মায়াবতী। বিএসপি বলেছে, আরএসএসের অ্যাজেন্ডা মেনে কোনও একটি বিশেষ সম্প্রদায়ের ওপর প্রধানমন্ত্রীর নিজের মতামত ও সিদ্ধান্ত চাপিয়ে দেওয়াটা উচিত নয়। মায়াবতীর অভিযোগ, শরিয়ত সংক্রান্ত বিষয়গুলি নিয়ে নাক গলাচ্ছে কেন্দ্র ও বিজেপি। তিনি বলেছেন, এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ভার মুসলিমদের ওপরই ছেড়ে দেওয়া উচিত। বিএসপি নেত্রী বলেছেন, কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক ফায়দা তোলার জন্য বিষয়টি নিয়ে জলঘোলা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেছেন।