ভিডিও সৌজন্যে ইউটিউব ট্রেনের কামরায় স্ত্রীকে বেধড়ক মার স্বামীর, কেউ এগিয়ে এল না সাহায্যে, দেখুন ভিডিওতে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 May 2016 02:19 AM (IST)
নয়াদিল্লি: প্রকাশ্যে ট্রেনের কামরায় এক মুসলিম ব্যক্তি তার স্ত্রীকে বেধড়ক মারল। অথচ কামরায় উপস্থিত একজন ব্যক্তিও এগিয়ে এল না মহিলাটির সাহায্যে। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে ভিডিওটি এখন সকলের কাছেই ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে এক বরখা পরিহিতা মহিলাকে জনসমক্ষে ট্রেনের কামরায় জোরে থাপ্পর মারল তার স্বামী। ভয়ার্ত সেই মহিলাকে কেউ সামান্য সাহায্যটুকু করেনি। ট্রেনের অন্য যাত্রীরা নীরব দর্শক হয়ে ঘটনাটি দেখছিলেন। দেখুন ভিডিওতে ঘটনাটি