মুজফফরনগর: গোশালা হবে, সেজন্য দু বিঘা জমি দান করলেন উত্তরপ্রদেশের এক মুসলিম। দেশজুড়ে গোরক্ষকদের বিরুদ্ধে আইন হাতে তুলে নিয়ে গোপাচারকারী সন্দেহে নিরপরাধ লোকজনকে নিগ্রহ, নির্যাতনের অভিযোগ উঠছে।
তার মধ্যেই মুজফফরনগরের পুরকাজি এলাকায় গোশালা নির্মাণ হচ্ছে শুনে জমি দিতে এগিয়ে এলেন সারভাত আলি নামে ৪০ বছর বয়সি ওই ব্যক্তি। এ কথা জানিয়েছেন বালাজি ধন মন্দির কমিটির সভাপতি হরশ্যাম দাস গোয়েল। বালাজি ধন মন্দিরের নামে ওই জমি হস্তান্তর করে দিয়েছেন সারভাত।
অতি সম্প্রতি রাজস্থানে গোরক্ষার নামে বাড়াবাড়ির অভিযোগে সরগরম হয়েছে দেশ। পেহলু খান নামে ৫৫ বছর বয়সি ডেয়ারি ব্যবসায় যুক্ত এক কৃষককে গোপাচারের অভিযোগে পিটিয়ে খুন করে একদল লোক।
গোশালার জন্য ২ বিঘা জমি দিলেন উত্তরপ্রদেশের মুসলিম
Web Desk, ABP Ananda
Updated at:
04 May 2017 03:59 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -