নয়াদিল্লি: সংখ্যালঘু শব্দটার অর্থ কী, তা নিয়েই বিতর্ক হওয়া উচিত। বললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা-এমপি গিরিরাজ সিংহ।

 


উত্তরপ্রদেশ, মনিপুরে ভোটপর্বের মধ্যেই তাঁর মন্তব্য ঘিরে শোরগোল চলছে। বিরোধীদের দাবি, ভোটবাক্সের কথা মাথায় রেখে মেরুকরণের লক্ষ্যেই এসব বলছেন তিনি।

 



সম্প্রতি মার্কিন গবেষক সংস্থা পিইডব্লু রিসার্চ সেন্টারের এক পেপারে দাবি করা হয়েছে, দ্রুত হারে সর্বত্র বাড়ছে মুসলিম জনসংখ্যা। এই ধারা চলতে থাকলে ২০৫০ নাগাদ ভারত হবে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের দেশ। সমীক্ষার এই তথ্যকে হাতিয়ার করেই ট্যুইটারে গিরিরাজের দাবি, দেশে মুসলিম জনসংখ্যা এমন জায়গায় চলে গিয়েছে ওদের সংখ্যালঘু তালিকা থেকে সরিয়ে দেওয়া উচিত। সংখ্যালঘু কারা, সেটা নিয়েই বিতর্ক হওয়া উচিত এখন।