বেগুসরাইয়ে নাম জিজ্ঞাসা করে মুসলিম, জানার পর দোকানিকে গুলি মদ্যপের, হুমকি, পাকিস্তান চলে যাও!
Web Desk, ABP Ananda | 27 May 2019 08:41 PM (IST)
কাসিমের অভিযোগের ভিত্তিতে রাজীবের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন স্টেশন হাউস অফিসার নীরজ কুমার। তিনি বলেছেন, রবিবার জেলার চেরিয়া বারিয়াপুর থানা এলাকার কুম্ভি গ্রামে ঘটনা এটি। এফআইআর দায়ের করে অভিযুক্তের সন্ধান চলছে। যত দ্রুত সম্ভব তাকে খুঁজে বের করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে উপযুক্ত পদক্ষেপ করার চেষ্টা করছি আমরা।
প্রতীকী ছবি
বেগুসরাই (বিহার): রাস্তার এক দোকানিকে নাম জিজ্ঞাসা করে তিনি মুসলিম বলে জানার পর তাঁর পিঠে গুলি করল এক মদ্যপ। পুলিশ জানিয়েছে, মহম্মদ কাসিম নামে আক্রান্তকে পাকিস্তানে চলে যেতেও বলে এ ঘটনায় অভিযুক্ত রাজীব যাদব। কাসিমের অভিযোগের ভিত্তিতে রাজীবের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন স্টেশন হাউস অফিসার নীরজ কুমার। পিটিআইয়ের খবর, তিনি বলেছেন, রবিবার জেলার চেরিয়া বারিয়াপুর থানা এলাকার কুম্ভি গ্রামের ঘটনা এটি। এফআইআর দায়ের করে অভিযুক্তের সন্ধান চলছে। যত দ্রুত সম্ভব তাকে খুঁজে বের করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে উপযুক্ত পদক্ষেপ করার চেষ্টা করছি আমরা। সোস্যাল মিডিয়ায় হাসপাতালে চিকিত্সাধীন কাসিমের একটি ভিডিও ছড়িয়েছে যাতে তাঁকে নিজের হেনস্থার কথা বলতে শোনা গিয়েছে। রাস্তার ধারের দোকানে জামাকাপড় কাচার সাবান-সোডা বেচে পেট চালান তিনি। ভিডিওতে কাসিম বলছেন, আমি রোজকার মতো দোকান করছিলাম। হামলাকারী আমায় থামিয়ে নাম জিজ্ঞাসা করে। আমি উত্তর দিলে বলে, তুমি মুসলিম। এখানে কী করছ? পাকিস্তানে যাও। তারপরই পিস্তল বের করে আমায় গুলি করে। গুলিটা লাগে পিঠে। পিস্তলে একটাই বুলেট ছিল। আরও গুলি ভরছিল। ওকে ধাক্কা মেরে সরিয়ে দৌড়ে পালাই। পথচারীরা কেউ এগিয়ে আসেননি বলেও জানান কাসিম। এদিকে এ ঘটনার পর সাম্প্রতিক নির্বাচনে বেগুসরাইয়ে বিজেপির গিরিরাজ সিংহের কাছে বিপুল ভোটে পরাজিত সিপিআই প্রার্থী কানহাইয়া কুমার ট্যুইট করেছেন, এ ধরনের ঘটনার জন্য দায়ী সেই রাজনৈতিক নেতারা, তাদের পেটোয়া লোকজন, যারা রাজনৈতিক ফায়দা তুলতে ঘৃণা ছড়ায়। দোষীর সাজা না হওয়া পর্যন্ত আমরা চুপ করব না।