লখনউ: ধর্মীয় নেতাদের দ্বারস্থ হয়েও কোনও লাভ হয়নি। অগত্যা স্বামীকে ‘খুলা’ বা ডিভোর্স দেওয়ার কথা এবার প্রকাশ্যে ঘোষণা করলেন মুসলিম মহিলা।


ইসলাম ধর্ম অনুযায়ী, মুসলিম পুরুষরা তালাকের মাধ্যমে যেমন স্ত্রীকে ডিভোর্স দেন। ঠিক একইভাবে মুসলিম মহিলারা খুলার মাধ্যমে স্বামীকে ডিভোর্স দিতে পারেন।


গতকাল, সাংবাদিক বৈঠক ডেকে স্বামী জুবের আলিকে ‘খুলা’-র পত্রে স্বাক্ষর করেন শাহজাদা খাতুন নামে ওই মহিলা। তাঁর দাবি, আমি স্বামীর থেকে খুলা নেওয়ার জন্য তিনি ধর্মীয় নেতাদের শরণাপন্ন হন।


মহিলার অভিযোগ, কোনও লাভ হয়নি। সাংবাদিক বৈঠকে মহিলা জানান, এর জন্য তিনি প্রকাশ্যে স্বামীকে ‘খুলা’-র নোটিস পাঠানোর সিদ্ধান্ত নেন। মহিলা বলেন, এখন আমি ওর থেকে মুক্ত।


মুসলিম মহিলা লিগের সচিব নৈশ হাসান—যিনি শাহজাদাকে খুলা নিতে সাহায্য করেছেন—অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শাহজাদার ওপর অত্যাচার চালাতেন জুবের। এমনকী, গত দেড় বছর ধরে তারা দুজনই আলাদা থাকেন।


তবে, মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মৌলানা খলিদ রশিদ ফরঙ্গি মহলি জানান, এক চিঠিতে খুলা সম্ভব নয়। তিনি যোগ করেন, তিনটি চিঠি পাঠাতে হবে। যদি (স্বামীর পক্ষ থেকে) কোনও উত্তর না আসে, তাহলে খুলা কার্যকর হবে। যদিও, মুসলিম উইমেন পার্সোনাল ল বোর্ডের সভানেত্রী জানান, শাহজাদা ঠিক করেছেন।