মন্ডসৌর: মধ্যপ্রদেশে গোমাংস রাখার অপরাধে দুজন মহিলাকে প্রকাশ্যে কিল, চড়, ঘুষি মারল একদল উন্মত্ত জনতা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে ৩৫০ কিমি দূরত্বে মন্ডসৌর এলাকার এক স্টেশন চত্বরে। প্রসঙ্গত, যখন দুই মহিলাকে বেধড়ক মারা হচ্ছিল, সেই সময় সেখানে উপস্থিত জনতা সেই ঘটনাটিকে ক্যামেকাবন্দি করতে ব্যস্ত ছিল। পুলিশ ছিল নীরব দর্শকের ভূমিকায়। ওই দুই আক্রান্ত মহিলাকে সাহায্য করতে সেভাবে কেউই এগিয়ে আসেনি বলে জানা গিয়েছে।
সূত্রের দাবি, ওই স্টেশনে পুলিশ এসে হাজির হয়েছিল, কারণ, তাঁদের কাছে খবর ছিল দুজন মহিলা অনেকটা পরিমাণ গোমাংস নিয়ে যাচ্ছে বিক্রি করতে। জানা গিয়েছে, ওই দুই মহিলার আইনত মাংস বিক্রি করার কোনও অনুমতি ছিল না। পুলিশ ওই দুই মহিলাকে আটক করার পরও, উন্মত্ত জনতা তাঁদের পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। মহিলা দুজনকে মারতে মারতে 'গো মাতা কি জয়', এই জাতীয় স্লোগানও দেওয়া হয় বলে জানা গিয়েছে।
এক প্রত্যক্ষদর্শীর দাবি, মহিলাদেরকে প্রায় তিরিশ মিনিট ধরে বেধড়ক মারতে থাকে উন্মত্ত জনতা। এরপর তাঁদের থেকে তিরিশ কেজি মাংস উদ্ধার করে পুলিশ। প্রসঙ্গত, ডাক্তারের কাছে উদ্ধার করা মাংস পরীক্ষার জন্যে পাঠানোর পর জানা যায় সেটি মোষের মাংস।
এই ঘটনায় এখনও পর্যন্ত আক্রমণকারী বা সেখানে উপস্থিত পুলিশকর্মীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তবে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ভুপেন্দ্র সিংহ জানিয়েছেন, কেউ আইনকে নিজের হাতে তুলে নিতে পারে না। এই ঘটনার তদন্ত হবে, এবং দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে।
গোমাংস রয়েছে সন্দেহে প্রকাশ্যে মার দুই মহিলাকে, নীরব দর্শকের ভূমিকায় পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Jul 2016 06:10 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -