ভুবনেশ্বর: তিন তালাক নিয়ে ফের মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ভুবনেশ্বরে বিজেপির জাতীয় কার্যনির্বাহী বৈঠকে মোদী জানান, কেন্দ্র চায় না মুসলিম মহিলারা কষ্ট পান। মোদী বলেন, মুসলিম মহিলারা ভীষণই কষ্টে রয়েছেন। সব সমস্যার সমাধান দ্রুত বের করতে হবে।


প্রধামনমন্ত্রীর মতে, সামাজিক অপশক্তি থাকলে, সমাজকে জেগে উঠতে হবে। (মুসলিম মহিলারা যাতে) ন্যয়বিচার পান, তার চেষ্টা চালাতে হবে। তিনি মনে করিয়ে দেন, মুসলিম মহিলারা যেন কোনওভাবে শোষিত হন।


শুধু তিন তালাক নয়, এদিনের বৈঠক থেকে বিরোধীদের একহাত নেন মোদী। প্রধানমন্ত্রীর কটাক্ষ, বিরোধীরা ইস্যু ‘ম্যানুফ্যাকচার’ করছেন। ইভিএম কারচুপি প্রসঙ্গে তিনি বলেন, বিরোধীরা কারখানায় নতুন নতুন ইস্যু তৈরি করছে।


যেমন -- দিল্লি নির্বাচনে গির্জার ওপর হামলা, বিহার নির্বাচনের সময় পুরস্কার ফেরত...। তিনি যোগ করেন, পুরস্কার ফেরতকারীরা এখন কোথায় আছে কেউ জানে না। কারণ, এখন ইভিএম ইস্যু চলছে।


এদিনের বৈঠকে দলীয় নেতাদের জয়ের মন্ত্র দেন মোদী। একদিকে যেমন নেতাদের পরামর্শ দেন, তেমনই অন্যদিকে দলের কর্মকর্তাদের দলের কাজে যোগদানের গুরুত্বও বোঝান।